নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটো রিকশার ৬ যাত্রী নিহত হয়েছে।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কের পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২ জন নারী ও ৪ জন পুরুষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি যানের মুখোমুখি সংঘর্ষে অটো রিকশা ট্রাকের নিচে চলে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শিবপুর ও মনোহরদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দুপুর পৌনে ২টার দিকে উদ্ধারকাজ শেষ হয়।
শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, “অটো রিকশাটি যাত্রী নিয়ে মনোহরদী থেকে শিবপুরের ইটাখোলা মোড় যাচ্ছিল। পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
“এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।”