Beta
শনিবার, ১ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১ মার্চ, ২০২৫

পদত্যাগের প্রশ্নই আসে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
[publishpress_authors_box]

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের ‘দোসররা’ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। নিজের পদত্যাগের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি।

রবিবার রাতে ঢাকার বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি এবং ধানমণ্ডির শংকরে ডাকাত আতঙ্কের মধ্যে মধ্যরাতে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “আওয়ামী লীগের দোসররা দেশ থেকে অনেক টাকা স্থানান্তর করেছে। এখন পাচার করা সেই টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

“আমরা এটা কোনও অবস্থাতেই হতে দিব না। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব। যেভাবেই হোক তাদের প্রতিহত করা হবে। কঠোর হাতে তাদের দমন করা হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, “সোমবার থেকে দিনে বা রাতে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, সেখানেই তারা যাবে এবং তারা সন্ত্রাসীদের প্রতিহত করবে। যেখানেই ঘটনা ঘটবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন জাহাঙ্গীর।

তিনি বলেন, “আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছি। সোমবার থেকে পুলিশের টহল কার্যক্রম আরও বাড়বে।”

দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিনে দিনে আরও উন্নতি হবে। এটা অবনতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না।”

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বেড়েছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের মতো ঘটনা।

রবিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকার বনশ্রী ডি ব্লকে নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতের শিকার হন এক স্বর্ণ ব্যবসায়ী। তার কাছ থেকে তারা ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগে রাত সাড়ে ৮টার দিকে ঢাকার ধানমন্ডির শংকর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বত্ত মহড়া দেয়। আতঙ্কিত হয়ে স্থানীয়রা মসজিদের মাইকে এলাকায় ডাকাত ঢোকার ঘোষণা দেয়।

এর আগে গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়নের ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে বিভিন্ন মহল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য তাকেই দায়ী করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মানুষ চাইছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমি যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে পারি, তাহলে তো পদত্যাগের প্রশ্নই আসে না।”

ক্রমবর্ধমান ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর বলেন, “এ ধরনের ঘটনায় আওয়ামী লীগের দোসররা জড়িত। বনশ্রী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তাদের যদি কোনও গাফিলতি থাকে, আমরা ব্যবস্থা নেব।”

রাজশাহীমুখী বাসে ডাকাতির ঘটনা নিয়ে তিনি বলেন, “ওই ঘটনায় গতকাল রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান চলমান থাকবে।”

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ঠিকমতোই দেওয়া হয়েছে। তারা কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।”

অপারেশন ডেভিল হান্টের বিষয়ে তিনি বলেন, “এই অভিযানের মাধ্যমে গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত থাকবে। সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে-সেই ব্যবস্থা আমরা করব।”

নতুন করে আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুজনের বেশি আরোহী থাকতে পারবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তথ্যসূত্র : বাসস

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত