Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা আটক

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বিজিবি। ছবি : সংগৃহীত
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বিজিবি। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

কুমিল্লার বিবির বাজার সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ আটক করেছে বিজিবি।

সোমবার দুপুরে বিজিবি সদর দপ্তরের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বিজিবির কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন জানান, বেলা ১২টার দিকে বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম এমএম শাহাবুদ্দিন মোল্লা (৬৫)। তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানান তিনি।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন মো. ইফতেখার হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত