জুলাই আগস্টের আন্দোলন চলার সময়ে ঢাকা জেলার দোহারে এস এম আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় কামরুজ্জামান ওরফে অরুনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
অরুন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান ওরফে তরুনের ভাই।
রবিবার মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার পরিদর্শক (নিরস্ত্র) মমিনুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমা রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২ জানুয়ারি রাত ১০টার দিকে নবাবগঞ্জ থানার কোমরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে আন্দোলন চলাকালে নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে যায় এস এম আরিফুল ইসলামসহ অনেকেই। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। পরে তারা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে এস এম আরিফুল ইসলামসহ অনেকে আহত হন। আরিফুল ইসলাম হাসপাতালে চিকিৎসা নেন।
ওই ঘটনায় ২১ নভেম্বর প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২৩৩ জনের নামে হত্যাচেষ্টার মামলাটি দায়ের করা হয়।