Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

আইয়ুব বাচ্চু, এলআরবি, ব্যান্ড তারকা,
১৯৯১ সালে নিজের ব্যান্ড এলআরবি গড়ার আগে আইয়ুব বাচ্চু বাজিয়েছিলেন ফিলিংস ও সোলসের মত ব্যান্ডে।
[publishpress_authors_box]

আইয়ুব বাচ্চুর করে যাওয়া গানগুলিই শুনে যাচ্ছেন তার ভক্তরা। ছয় বছর হল তার প্রিয় গিটার, স্টুডিও আর স্টেজ ছেড়ে পরপারে চলে গেছেন বাংলাদেশের কিংবদন্তি এই গিটারিস্ট, গায়ক ও মিউজিক কম্পোজার।

তবে আবারও নতুন এক গানে শোনা যাবে আইয়ুব বাচ্চুর কণ্ঠ। আসছে ১ ডিসেম্বর ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে এই গিটার জাদুকরের আরেকটি অনবদ্য সৃষ্টি, ‘ইনবক্স’।

মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করলেও সেটি প্রকাশের সময় আর পাননি এই গিটার লিজেন্ড। ২০১৮ সালের ১৮ অক্টোবর পাড়ি জমান না ফেরার দেশে।

জমে থাকা সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছিল আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। তারই শুরুটা হচ্ছে ‘ইনবক্স’ প্রকাশের মাধ্যমে।

গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। একই সঙ্গে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।

এলআরবি’র সাবেক গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ গণমাধ্যমকে জানান বেশ কিছু অপ্রকাশিত গান রয়েছে, যেগুলো প্রতি মাসে একটি করে রিলিজ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

“(আইয়ুব বাচ্চু) বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো চলতি বছর থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে সম্ভব হয়নি। অবশেষে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি,” তিনি বলেন।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম হয় আইয়ুব বাচ্চুর।কলেজে পড়ার সময় ‘আগলি বয়েজ’ ব্যান্ড দিয়ে সঙ্গীতজগতে যাত্রার শুরু। এরপর ১৯৭৭ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত বাজান ‘ফিলিংস’ ব্যান্ডে। তারপর দীর্ঘ ১০ বছর ‘সোলস’-এর হয়ে গিটার বাজানো ছাড়াও সুর ও কম্পোজ করেন।

১৯৯১ সালের এপ্রিলে নিজের ব্যান্ড ‘এলআরবি’ গড়েন আইয়ুব বাচ্চু। মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন এলআরবি ফ্রন্টম্যান। তার মৃত্যুর পর দলটির পথচলাও শেষ হয়ে যায়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত