আজারবাইজান এয়ারলাইন্সের রাশিয়াগামী একটি উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে। সেই উড়োজাহাজে ৬৭ জন আরোহী ছিলেন।
বড় দিনের সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর দুই শিশুসহ ২৮ জন বেঁচে গেছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা মন্ত্রণালয়।
আজারবাইজানের রাজধানী বাকু থেকে বুধবার স্থানীয় সময় ভোররাত ৩টা ৫৫ মিনিটে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রোজনির উদ্দেশে ফ্লাইটটি রওনা দেয়। কিন্তু ঘন কুয়াশার কারণে সেটির পথ ঘুরিয়ে দেওয়া হয়।
এর কিছুক্ষণ পরই উড়োজাহাজটি কাজাখস্তানের পশ্চিমাঞ্চলের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়।
আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, উড়োজাহাজটি আকতাউ বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেছিল। জরুরি ভিত্তিতে অবতরণ করতে না পেরে বিমানবন্দর থেকে কিছুটা দূরে আকাশে চক্কর খাচ্ছিল উড়োজাহাজটি।
একটি ভিডিওতে উড়োজাহাজটির মাটির দিকে দ্রুত নেমে যাওয়ার দৃশ্য দেখা যায়। এরপর এটি আগুনের গোলায় পরিণত হয়।
ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি কখনও উপরের দিকে উঠছিল, পর মুহূর্তেই আবার হুট করে নেমে যাচ্ছিল বেশ খানিকটা। এভাবে কয়েক মিনিট আকাশে বিভ্রান্ত হয়ে ঘুরপাক খেতে খেতে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে উড়োজাহাজটি। মুহূর্তের মধ্যেই তাতে আগুন ধরে যায়।
রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তথ্যে জানা গেছে, পাখির সঙ্গে আঘাতের পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে এমব্রেয়ার ১৯০ মডেলের উড়োজাহাজটির ধ্বংসাবশেষ দেখা যায়। জরুরি সেবা কর্মীরা সেখানে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।
কাজাখস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৫০ জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তবে উড়োজাহাজটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। উড়োজাহাজটিতে ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন।
বেঁচে থাকা যাত্রীদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
যাত্রীদের মধ্যে ৩৭ জন আজারবাইজানের নাগরিক। এছাড়া ১৬ জন রাশিয়ার, ৬ জন কাজাখস্তানের এবং ৩ জন কিরগিজস্তানের নাগরিক ছিলেন।
উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজারবাইজানের প্রেসিডেন্টের প্রতি সমবেদনা জানিয়েছেন।
চেচনিয়ার নেতা ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের অবস্থা অত্যন্ত গুরুতর। তিনি এবং অন্যান্যরা তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করবেন।