‘শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী’ ব্যাংকারদের প্লাটফর্ম ব্যাংকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব) যাত্রা শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক কর্মকর্তারা সংগঠনটির নেতৃত্ব দেবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, ব্যাংকারদের অধিকার রক্ষা করা ও পেশাজীবী প্লাটফর্মে তাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করা সংগঠনটির লক্ষ্য।
এই লক্ষ্য সামনে রেখে গত ১৮ নভেম্বর সন্ধ্যায় মতিঝিলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ভবনে বিভিন্ন ব্যাংকের কমকর্তাদের উপস্থিতিতে সাধারণ সভা হয়।
এর একদিন পর বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন হয়, যে নির্বাচনে আওয়ামী লীগপন্থি নীল দলের নিরঙ্কুশ জয় পেয়েছে।
সভায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও জিয়া পরিষদের সভাপতি শেখ আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক এবং অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুল্লাহকে সদস্য সচিব করে ব্যাবের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় ব্যাংক খাতের জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সক্রিয় ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি জানিয়েছেন ব্যাবের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. জাহিদুল ইসলাম।
ব্যাবের কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও আছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এম মাহবুবুর রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংকের এফএভিপি (সাবেক সভাপতি, অমর একুশে হল ছাত্রদল, ঢাবি) মো. জাহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও জিয়া পরিষদের সহসভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. আবু সোহেল, জনতা ব্যাংকের এজিএম মনির আহমেদ, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আবুল বাশার, রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, বিডিবিএলর এজিএম মোস্তাফিজুর রহমান আরিফ, সোনালী ব্যাংকের জিয়া পরিষদের সহসভাপতি হ আ ম ফেরদৌস-উন-নবী, বাংলাদেশ কৃষি ব্যাংকের নাজমুল হক অপু (সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর) এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের জিয়া পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক তাসলীমা আক্তার লীনা।
এই কমিটি দেশের ব্যাংকিং খাতের সংস্কার, জবাবদিহি প্রতিষ্ঠা এবং ব্যাংকারদের ন্যায্য অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় আশা প্রকাশ করেন ব্যাংক কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সংগঠনের অন্য সব নেতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের দীর্ঘদিনের সক্রিয় নেতা-কর্মী।
ব্যাব বিশ্বাস করে, এই কমিটি ব্যাংকারদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাংকিং খাতের অগ্রগতিতে যুগান্তকারী অবদান রাখবে সংগঠনটি।
গত ২০ নভেম্বর বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ওই নির্বাচন হয়।
নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগপন্থি নীল দল। আর জাতীয়তাবাদী বিএনপি-জামায়াতপন্থি সবুজ দল থেকে জয়লাভ করেন একজন প্রার্থী। পাঁচটিতে জয় পায় স্বতন্ত্র হলুদ দল।