টি-টোয়েন্টির রাজাই বলা হয় ক্রিস গেইলকে। এই ফরম্যাটে রেকর্ড ১০৫৬টি ছক্কা তার। বর্ণিল ক্যারিয়ারে সর্বোচ্চ ২২ সেঞ্চুরির মালিকও গেইল।
কাল (সোমবার) পিএসএলে বাবর আজম করলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি। এই ফরম্যাটে যা গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ। পেশোয়ার জালমির অধিনায়ক ৬৩ বলে ১১১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। বাবরের দল জিতেছে ৮ রানে।
গেইল ২২টি সেঞ্চুরি করেছেন ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে। সেখানে বাবর ১১তম সেঞ্চুরি করলেন ২৮৪ ম্যাচের ২৭৪ ইনিংসে। এই সেঞ্চুরির পর সুখবরও পেয়েছেন বাবর। তাকে মরিস গ্যারেজ ব্র্যান্ডের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি।
আক্রমণাত্মক খেললেও ক্রিকেটীয় বিশুদ্ধ শটই প্রধান অস্ত্র বাবরের। তবে ইসলামাবাদের বিপক্ষে স্কুপে বাউন্ডারি মেরেছেন দুটি। ম্যাচ শেষে এ নিয়ে জানালেন,‘‘স্কুপ খেললাম প্রথমবার। এই শটটার অনুশীলন করি অনেক আগে থেকে। ম্যাচে খেললাম প্রথম। মাঠ বড় থাকায় চেষ্টা করেছি। দুটি বাউন্ডারি পাওয়ায় ভালো লাগছে।’’
টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ৮টি করে সেঞ্চুরি আছে বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও মাইকেল ক্লিনজারের।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪ সেঞ্চুরির রেকর্ড তামিম ইকবালের।