Beta
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

চিকিৎসকসহ ডেলটা হেলথকেয়ারের সেই ৫ জনের জামিন

dhaka-cmm-court-220924-01
[publishpress_authors_box]

রামপুরার ডেলটা হেলথকেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত রিকশাচালক মো. ইসমাইলকে চিকিৎসা না দিয়ে অবহেলার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সাদি বিন শামসসহ পাঁচ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।

বুধবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হকের আদালত তাদের জামিনের আদেশ দেয়।

জামিন পাওয়া অন্যরা হলেন, ডেলটা হেলথকেয়ার হাসপাতালের মার্কেটিং অফিসার হাসান মিয়া, মেইনটেনেন্স বোরহান উদ্দিন, সিকিউরিটি গার্ড ইসমাঈল ও নাজিম উদ্দিন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক জুবায়ের এসব তথ্য জানিয়েছেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিটি তোলা হয়েছিল ১৯ জুলাই। ছবিতে দেখা যায়, ঢাকার রামপুরার ডেলটা হেলথকেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হয়ে পড়ে আছেন রিকশাচালক মো. ইসমাইল। বাঁচার জন্য সাহায্যের আকুতিও জানান তিনি। কিন্তু হাসপাতালটির নিরাপত্তাকর্মীরা দরজা খোলেননি, চিকিৎসাও দেননি। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির ওপরেই প্রাণ হারান ইসমাইল।

ছবিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নজরে এলে গত শুক্রবার (১৭ জানুয়ারি) হাসপাতালটিতে অভিযান চালায় হাতিরঝিল থানা। এসময় ঘটনার দিন দায়িত্বপালনকারী এক চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিহদের স্ত্রী লাকি বেগমের করা করা হত্যা মামলায় পরদিন পাঁচজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, “ভিকটিম ইসমাইল (৪৬) ঘটনার দিন ১৯ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় রামপুরার ডেলটা হেলথ কেয়ারের প্রবেশ পথের সিঁড়িতে পড়েছিলেন। হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেলেও তাকে কোনও ধরনের চিকিৎসা দেওয়া হয় নাই। পরে তিনি বিনা চিকিৎসায় সেখানে মৃত্যুবরণ করেন। অভিযান চালিয়ে এই পাঁচ আসামিকে গ্রেপ্তার করি।

“মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঘটনার সময় ডেলটা হেলথ কেয়ারে উপস্থিত ছিলেন। কিন্তু তারা ইসমাইলকে কোনও প্রকার প্রাথমিক চিকিৎসা দেন নাই। ভিকটিমের মৃত্যুর জন্য তাদের অবহেলা পরিলক্ষিত হয় মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত