বছরের শেষে ভক্তদের নতুন একটি গান উপহার দিয়েছে ব্যান্ড চিরকুট।
জানা হলো না শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল শারমীন সুলতানা সুমী। মিউজিক ও সাউন্ড প্রডিউসারের দায়িত্বে ছিলেন পাভেল আরিন।
সোমবার চিরকুটের ইউটিউব চ্যানেল ও ফেইসবুকে প্রকাশের পর থেকেই গানটি শ্রোতামহলে প্রশংসিত হচ্ছে।
“অনেক প্রশ্নের উত্তর থেকে একটা হঠাৎ জন্মানো নতুন গান জমা দিলাম আপনাদের কাছে। ভালোবাসা জানবেন। শ্রোতাদের গান উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। তাদের জন্যই আজকে চিরকুট এই অবস্থানে। এর বাইরে কোনো কিছু নিয়ে আমরা ভাবছি না। আশা করছি নতুন বছর সবার অসাধারণ কাটবে। তাই সবাইকে আগাম শুভেচ্ছা,” গানটি নিয়ে সুমি বলেন।
নতুন গানের পাশাপাশি চিরকুটের স্টেজ শো নিয়েও রয়েছে ব্যস্ততা। এ মাসে তারা এক দিনের জন্য লন্ডনে একটি কনসার্ট করে এসেছে। এরপর ২১ ডিসেম্বর ঢাকায় পারফর্ম করেছে।
সামনে বছর তাদের দেশের বাইরে বেশকিছু কনসার্ট রয়েছে।
ব্যান্ড ছাড়ছেন জাহিদ নিরব
এখন থেকে কি-বোর্ড আর দেখা যাবে না জাহিদ নিরবকে। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সুমী।
সুমী বলেন, “নিরব আমাদের সঙ্গে কয়েক বছর ছিল। এখন থেকে আর নেই। তবে ওর জন্য আমাদের শুভকামনা।“
২০১৫ সাল থেকে চিরকুট ব্যান্ডের হয়ে বাজাচ্ছেন জাহিদ নিরব। ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামের কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাকে। এর আগে ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি।
এর আগে ইমন চৌধুরীর না থাকার খবরটি প্রকাশ্যে আসে। ২০১৬ সালে চিরকুট ব্যান্ড থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ায় মনোযোগী হন পিন্টু ঘোষ।
চিরকুট ব্যান্ডের হয়ে এখন যাদের মঞ্চে দেখা যায়, শুরুর দিকে তাদের একজন ছাড়া আর কেউই ছিলেন না। শারমিন সুলতানা সুমী, শোয়েব ও পারভেজ সাজ্জাদ—এই তিনজন মিলে ২০০২ সালে শুরু করেন চিরকুট। তারা তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পথ চলতে চলতে এরপর অনেকে চলে যান, আবার অনেকে যুক্ত হন।
প্রথম অ্যালবাম রিলিজ হয় ২০১০ সালে। এই পর্যন্ত তিনটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন ব্যান্ডটি, চলছে চতুর্থটির কাজ।
বর্তমান লাইনআপ
শারমীন সুলতানা সুমী (কথা, সুর ও কণ্ঠ), পাভেল আরীন (ড্রামার, মিউজিক ও সাউন্ড প্রডিউসার), দিব্য (লিড গিটার), শুভ্র (রিদম), ইশমাম (বেজ গিটার), প্রান্ত (সেতার, মেন্ডোলিন, গিটার) এবং ইয়ার হোসেন (হারমোনিয়াম ও কি–বোর্ড)।
ডিসকোগ্রাফি
চিরকুটনামা (২০১০)
যাদুর শহর (২০১৩)
উধাও (২০১৭)
পেন্ডুলাম (কাজ চলছে)