Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন

শাফিন আহমেদ
শাফিন আহমেদ
[publishpress_authors_box]

জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ভাই হামিন আহমেদ।

ব্যান্ড দল মাইলসের সাবেক সদস্য শাফিন আহমেদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

হামিন আহমেদ জানান, একটি কনসার্টে অংশ নিতে শাফিন সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান। গত শনিবার ভার্জিনিয়ায় তার কনসার্ট হওয়ার কথা ছিল, কিন্তু কনসার্টের আগে তিনি অসুস্থ হয়ে পড়ায় তা বাতিল করা হয়।

তিনি জানান, অসুস্থ শাফিনকে শনিবারই হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় অর্গানগুলো অকার্যকর হতে শুরু করলে শাফিনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে চিকিৎসকরা শাফিনকে মৃত ঘোষণা করেন, জানান হামিন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সেখানে গিয়ে ভাইয়ের মরদেহ দেশে আনার ব্যবস্থা করবেন।

‘চাঁদ তারা সূর্য’ ও ‘ফিরিয়ে দাও’-এর মতো জনপ্রিয় অনেক গানের শিল্পী শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি, ভারতের কলকাতায়। তার বাবা উপমহাদেশের কিংবদন্তি সুরকার ও সঙ্গীত শিল্পী কমল দাস গুপ্ত এবং মা নজরুল সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম। তার বড় ভাই হামিন আহমেদও জনপ্রিয় একজন ব্যান্ড শিল্পী।

এই পরিবারের সদস্য হিসেবে শাফিন আহমেদে ছোট বেলা থেকেই সঙ্গীতের সংস্পর্শে আসেন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেওয়ার পাশাপাশি মায়ের কাছে শেখেন নজরুল গীতি।

এরপর যুক্তরাজ্যে পড়াশোনা করতে গিয়ে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে আসেন। ১৯৭৯ সালে বড় ভাই হামিন আহমেদকে সঙ্গে নিয়ে যোগ দেন ব্যান্ড দল ‘মাইলসে’, যা এখন পর্যন্ত বাংলাদেশের জনপ্রিয়তায় সামনের সারির একটি ব্যান্ড। এই ব্যান্ডের ভোকাল ও বেইজ গিটারিস্ট ছিলেন শাফিন।

শেষ পর্যন্ত অবশ্য নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড দল মাইলসের সঙ্গে ছিলেন না শাফিন। কয়েক বছর আগে মাইলস থেকে বেরিয়ে গড়ে তোলেন নিজের নতুন ব্যান্ড ‘ভয়েস অব মাইলস’।

মাইলসের অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া শাফিন গান লিখতেনও। মাঝে রাজনীতিতে জড়িয়েছিলেন নিজেকে। জাতীয় পার্টির হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন তিনি, তবে মনোনয়নপত্র বাতিল হওয়ায় আর ভোট করা হয়নি তার।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত