Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

বাংলাদেশ-অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে আফগানিস্তান

রশিদ খানের উইকেট উদযাপন। তার নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। ছবি: টুইটার
রশিদ খানের উইকেট উদযাপন। তার নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

অবিশ্বাস্য এক কীর্তি গড়ল আফগানিস্তান। বাংলাদেশকে হারিয়ে ক্রিকেটের কোনও বৈশ্বিক প্রতিযোগিতায় প্রথমবার সেমিফাইনালে খেলার টিকিট পেল যুদ্ধবিধ্বস্ত দেশটি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সেমিফাইনাল নিশ্চিতে বাংলাদেশের সঙ্গে বিদায় নিল অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (২৫ জুন) কিংসটাউনের আর্নোস ভেল গ্রাউন্ডে ডিএলএস মেথডে বাংলাদেশকে ৮ রানে হারিয়েছে আফগানরা। টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে করেছিল ৫ উইকেটে ১১৫। পরে বৃষ্টির কারণে ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য ঠিক হয় ১৯ ওভারে ১১৪। সেই লক্ষ্যে ১৭.৫ ওভারে অলআউট হওয়ার আগে শান্তরা করতে পারে ১০৫ রান।

১১:১২- ঘুরে দাঁড়িয়ে আফগান-রূপকথা

স্কোরবোর্ডে খুব বেশি রান ওঠেনি। ফলে বোলিংয়ের শুরুটা দুর্দান্ত হওয়া দরকার। ‍আফগানিস্তান উইকেট তুলে নিলেও লিটনের আগ্রাসী ব্যাটিংয়ে রান আটকাতে পারছিল না। একটা সময় মনে হয়েছিল, ১২.১ ওভারে জিতলে সেমিফাইনালে যাওয়ার যে সমীকরণ ছিল, সেটি হয়তো মিলিয়ে দেবে বাংলাদেশ। কিন্তু রশিদ এসে সব হিসাব পাল্টে দিলেন।

তারপরও অন্তত জয়ের সুযোগ ছিল। কিন্তু সেমিফাইনাল স্বপ্ন তো গেলই, পরে আফগান বোলারদের চমৎকার বোলিংয়ে জয়টাও পাওয়া হলো না শান্তদের। এই হারে শুধু বাংলাদেশ নয়, ডুবল অস্ট্রেলিয়াও।

গ্রুপ-১-এ টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিল ভারত। বাংলাদেশকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হলো আফগানিস্তান। ২ পয়েন্ট নিয়ে তিনে থাকল অস্ট্রেলিয়া। আর কোনও জয় না পাওয়া বাংলাদেশের অবস্থান সবার শেষে।

লিটন নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন। ওপেনিংয়ে নেমে ব্যাট ক্যারি করে মাঠ ছাড়লেন, কিন্তু দলকে জেতাতে পারলেন না। সঙ্গীর অভাবে তার হার না মানা ৫৪ রানের ইনিংসটা বৃথা গেল। ৪৯ বলের ইনিংসটি তিনি সাজান ৫ বাউন্ডারি ও ১ ছক্কায়।

ম্যাচ ঘুরিয়ে দেওয়া রশিদ ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নাভিন-উল-হক। এই পেসার ৩.৫ ওভারে ২৬ রান খরচায় নেন ৪ উইকেট।

১০:৪৭- ১৭ ইনিংস পর লিটনের হাফসেঞ্চুরি

সতীর্থদের ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে খেলে গেছেন লিটন দাস। কঠিন সময় কাটিয়ে আলোর দেখা পেয়েছেন এই ওপেনার। ১৭ ইনিংস পর টি-টোয়েন্টিতে তার হাফসেঞ্চুরি। গত বছরের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ফিফটি পেয়েছিলেন লিটন। লম্বা সময় পর আফগানদের বিপক্ষে মাইলফলকটি স্পর্শ করলেন তিনি। ৪১ বলে হাফসেঞ্চুরি করেছেন লিটন।

১০:৪১- ৮ উইকেট নেই বাংলাদেশের

সেমিফাইনালের স্বপ্ন শেষ। এখন জয়ের লক্ষ্যে বাংলাদেশ। কিন্তু এই পথটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। অষ্টম ব্যাটার হিসেবে আউট হয়েছেন তানজিম হাসান সাকিব। গুলবাদিন নাইবের বলে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। আফগান পেসারের শর্ট বল খেলতে গিয়ে কভারে নবির হাতে ধরা পড়েন ১০ বলে ৩ রান করা তানজিম। বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ৯২।

১০:৩৩- সেমিফাইনালে স্বপ্ন শেষ বাংলাদেশের

আফগানিস্তানকে অল্প রানে আটকে রাখায় সেমিফাইনালের স্বপ্ন উজ্জ্বল হয়েছিল বাংলাদেশের। একই সঙ্গে ব্যাটিংয়ের শুরুতে রান ওঠায় সম্ভাবনা আরও জোরাল হতে থাকে। পরবর্তীতে ব্যাটারদের ব্যর্থতায় স্বপ্নটা ভেস্তে গেছে। ১২.১ ওভারে লক্ষ্য পেরিয়ে যাওয়ার যে সমীকরণ ছিল, সেটি মেলাতে পারেনি বাংলাদেশ। ১২.১ ওভারে বাংলাদেশের রান ছিল ৮৩।

১০:২৭- ১৯ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১১৪

আবারও বৃষ্টি এসেছিল কিংসটাউনে। এ দফা বেশিক্ষণ খেলা বন্ধ না থাকলেও ওভার কমেছে। ডিএলএস মেথডে বাংলদেশের নতুন লক্ষ্য ঠিক হয়েছে ১৯ ওভারে ১১৪ রান।

১০:১৯- রশিদের জোড়া আঘাত

খেলার মোড় ঘুরিয়ে দিলেন রশিদ খান। এই স্পিনার টানা ২ বলে ২ উইকেট তুলে নেওয়ায় বিপদে বাংলাদেশ। ১১তম ওভারের পঞ্চম বলে ফেরান মাহমুদউল্লাহকে। রশিদের নিচু হয়ে যাওয়া বল মাহমুদউল্লাহর ব্যাট ছুঁয়ে জমা পড়ে বদলি উইকেটকিপার মোহাম্মদ ইসহাকের গ্লাভসে। ফিল্ড আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে সফল হয় আফগানিস্তান। মাহমুদউল্লাহ করেন ৯ বলে ৬ রান।

পরের বলে আবার উইকেট। মুখোমুখি প্রথম বলেই স্লগ সুইপ খেলতে চেয়েছিলেন রিশাদ। কিন্তু রশিদের বল সরাসরি আঘাত করে স্টাম্পে। রানের খাতা খোলার আগেই রিশাদ আউট।

১০:০৩- হৃদয় আউট

বড় বাঁচা বেঁচেছিলেন তাওহিদ হৃদয়। মোহাম্মদ নবির বলে তার ক্যাচ ছাড়েন ফজলহক ফারুকী। নতুন ‘জীবন’ অবশ্য বেশিদূর নিতে পারেননি এই ব্যাটার। পরের ওভারে রশিদ খানের শিকার হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে।

নবির বলে বেঁচে যাওয়ার পর টানা দুটি বাউন্ডারি মেরেছিলেন ‍হৃদয়। নবম ওভারে রশিদের দ্বিতীয় বলেও বাউন্ডারির লক্ষ্য ছিল তার। কিন্তু উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ইব্রাহিম জাদরানের হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে হৃদয় করেন ৯ বলে ১৪ রান।

৯:৫৭- এসেই রশিদের উইকেট

পাওয়ার প্লে শেষে বল হাতে তুলে নিলেন রশিদ খান। বোলিংয়ে এসেই আফগান অধিনায়কের উইকেট উদযাপন। নিজের তৃতীয় বলে সৌম্যকে বোল্ড করে ফিরিয়েছেন এই লেগ স্পিনার। রশিদের গুগলি না বুঝে ব্যাট চালিয়েছেন সৌম্য। বল ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত করে স্টাম্পে। ১০ বলে ১০ রান করে ফেরেন বাঁহাতি ব্যাটার। বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট।

৯:৫৪- পাওয়ার প্লেতে ৪৬ রান

শুধু জয় নয়, সেমিফাইনালে যাওয়ার লড়াইয়েও আছে বাংলাদেশ। সেই লক্ষ্যে পাওয়ার প্লে দারুণ কেটেছে। লিটন দাসের আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে ৪৬ রান তুলেছে বাংলাদেশ। হারিয়েছে ৩ উইকেট।

৯:৪২- খেলা শুরু

বৃষ্টি শেষে খেলা শুরু হয়েছে। সুখবর হলো, কোনও ওভার কমেনি। ফলে বাংলাদেশের লক্ষ্য থাকছে ২০ ওভারে ১১৬। সেমিফাইনালে যেতে জিততে হবে ১২.১ ওভারে।

৯:১৫- বৃষ্টিতে খেলা বন্ধ

কিংসটাউনে আবারও বৃষ্টি। ইনিংস বিরতির সময়ে আসা বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হয়েছিল। বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর আবারও বৃষ্টির বাগড়া। খেলা বন্ধ হওয়ার আগে ৩.২ ওভারে ৩ উইকেটে ৩১ রান করেছে বাংলাদেশ।

আগের দফার বৃষ্টিতে ওভার কাটা যায়নি। তবে এবার কাটা যাওয়ার সম্ভাবনাই বেশি। সেটা হলে ৩ উইকেট হারানো বাংলাদেশের সমীকরণ আরও কঠিন হয়ে যাবে।

৯:১০- নাভিনের জোড়া আঘাত

টানা ২ বলে ২ উইকেট নাভিন-উল-হকের। শান্তকে আউট করার পর সাকিবকে ফিরিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার সমীকরণ মেলাতে দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে আউট হয়েছেন শান্ত। নাভিনের বলে ডিপ মিডউইকেটে নবির হাতে ধরা পড়েন ৫ বলে ৫ রান করা শান্ত। পরের বলে আবারও উইকেট। এবার নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে শূন্য রানে সাকিবকে ফেরান নাভিন।

৮:৫৯- তানজিদ আউট

সেমিফাইনালে যাওয়ার আশা টিকে আছে বাংলাদেশের। এজন্য কঠিন পথ পাড়ি দিতে হবে। চাই ওপেনিং জুটিতে ভালো শুরু। কিন্তু শুরুতেই বিদায় নিলেন তানজিদ। মাত্র ৩ বল টিকলেন এই ওপেনার। এলবিডব্লিউ হয়ে একটি রিভিউ নষ্ট করে প্যালিভিয়নে ফিরেছেন তিনি। রানের খাতার খোলার আগেই তানজিদের বিদায়। ১৬ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

৮:৪৬- বৃষ্টি শেষে খেলা শুরু

আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষ দিকে বৃষ্টি শুরু হয়েছিল। এরপরও খেলা চালিয়ে নিয়ে ইনিংস শেষ করা হয়। বিরতির সময় বৃষ্টির বেগ আরও বাড়ে। ফলে বেশ খানিকক্ষণ পর শুরু হয়েছে খেলা। বাংলাদেশের দুই ওপেনার তানজিদ ও লিটন নেমেছেন দলকে সেমিফাইনালে তোলার অভিযানে।

৮:০৭- বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ

সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখালেন বোলাররা। শুরুতে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উদ্বোধনী জুটি অস্বস্তি ছড়ালেও রান তোলার গতি বাড়তে দেননি তাসকিন-মোস্তাফিজরা। এরপর এই জুটি ভাঙার পর আসতে থাকে একের পর এক উইকেট। ফলে অল্পতেই আটকে রাখতে পেরেছে আফগানিস্তানকে।

জিততে বাংলাদেশকে করতে ১১৬ রান। তবে সেমিফাইনালে যেতে হলে শুধু জিতলে চলবে না, মেলাতে হবে সমীকরণ। রানরেটে আফগানিস্তানের ওপরে থেকে শেষ চার নিশ্চিত করতে হলে বাংলাদেশকে ১১৫ রান টপকাতে হবে ১২.১ ওভারে। অর্থাৎ, ১২.১ ওভারে জিতলেই সেমিফাইনালে বাংলাদেশ।

অন্য হিসাবও আছে এখানে। ১২.৫ ওভারে জিতলেও সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ, যদি ছক্কা মেরে জয় নিশ্চিত হয়। আবার বাউন্ডারি মেরে স্কোর ১১৯ রান করতে পারলে ১২.৩ ওভারের জয়েও শেষ চারে পৌঁছে যাবে শান্তরা।

৭:৫২- তাসকিনের উইকেট উদযাপন

এবার উইকেট উৎসবে যোগ দিলেন তাসকিন আহমেদ। আফগানদের উদ্বোধনী জুটি ভাঙার পর থেকে আসছে একের পর এক উইকেট। তাসকিন বাদ যাবেন কেন! মোহাম্মদ নবিকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে পেয়েছেন ম্যাচে নিজের প্রথম উইকেট। শান্তর হাতে ধরা পড়ার আগে মাত্র ১ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার।

৭:৪৭- গুরবাজকে ফেরালেন রিশাদ

রিশাদের জোড়া আঘাত। এক ওভারে ২ উইকেট তুলে নিয়ে চাপে ফেলেছেন আফগানিস্তানকে। ওপেনিংয়ে নেমে বাংলাদেশকে ভোগানো রহমানউল্লাহ গুরবাজকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। ১৭তম ওভারের প্রথম বলে ডিপ কভারে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন আফগান ওপেনার। ফেরার আগে ৫৫ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলে যান ৪৩ রানের ইনিংস।

২ বল পর আবার উইকেট রিশাদের। এবার তার শিকার গুলবাদিন নাইব। সৌম্যর হাতে ধরা পড়ার আগে তিনি করেন ৩ বলে ৪ রান।

৭:৪১- মোস্তাফিজের উইকেট

বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দিলেন মোস্তাফিজ। বাঁহাতি পেসারের বলে আউট হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ১৬তম ওভারের দ্বিতীয় বলে এসেছে উইকেট। যদিও আগের বলেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। কিন্তু রান আউটের সুযোগটা নিতে পারেনি। ভুল বোঝাবুঝিতে গুরবাজ-ওমরজাই একই প্রান্তে চলে এসেছিলেন। এরপরও আউট করা যায়নি। তবে পরের বলে ১০ রান করা ওমরজাইকে লিটন দাসের গ্লাভসবন্দি করেন মোস্তাফিজ।

৭:২০- রিশাদে এলো উইকেট

অবশেষে উইকেট পেল বাংলাদেশ। আফগানিস্তানের দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম অস্বস্তি বাড়িয়ে যাচ্ছিলেন। রিশাদের বলে স্বস্তি ফিরেছে বাংলাদেশ ক্যাম্পে। এই লেগ স্পিনার এনে দিয়েছেন প্রথম উইকেট। রিশাদের বল উড়িয়ে মারতে চেয়েছিলেন ইব্রাহিম। তবে ব্যাটে ঠিকঠাক লাগাতে পারেনি। বল উঠে গেলে অনেকটা দৌড়ে তালুবন্দি করেন তানজিম। ভাঙে আফগানিস্তানের ৫৯ রানের ওপেনিং জুটি। ইব্রাহিম করেন ২৯ বলে ১৮ রান।

৭:১০- আফগানিস্তানের ৫০

আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে পারছে না বাংলাদেশ। দুই ওপেনার গুরবাজ-ইব্রাহিম এগিয়ে নিচ্ছেন স্কোর। ইতিমধ্যে তারা ৫০ ছাড়ানো জুটি গড়েছেন। এ নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থবার ৫০ ছাড়ানো জুটি গড়লেন গুরবাজ-ইব্রাহিম। তাতে একটা রেকর্ডও গড়লেন। বিশ্বকাপের এক আসরে এতবার ফিফটি পেরোনো জুটি আর নেই। স্বভাবতই তাদের সঙ্গে আফগানিস্তানের সংগ্রহও ৫০ ছাড়িয়েছে। ৮.২ ওভারে রানের ফিফটি করে আফগানরা।

৬:৫০- জীবন পেলেন ইব্রাহিম

আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাওহিদ হৃদয়ের ভুলে সেটি হলো না। ইব্রাহিম জাদরানের ক্যাচ ছেড়েছেন হৃদয়। পঞ্চম ওভারে বোলিংয়ে এসেছিলেন সাকিব। বাঁহাতি স্পিনারের বল কভারের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন ইব্রাহিম। তবে শর্ট কভারেই তিনি ধরা পড়তে পারতেন। জোরের ওপর থাকা বল ফিল্ডার হৃদয়ের হাতে লাগলেও তালুতে জমাতে পারেননি। ৯ রানে নতুন ‘জীবন’ পেয়েছেন আফগান ওপেনার। ৫ ওভার শেষে স্কোর ২৩/০।

৬: ৪৩- সতর্ক শুরু গুরবাজ-ইব্রাহিমের

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে আফগানদের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার। বাংলাদেশের বিপক্ষেও গুরুদায়িত্ব গুরবাজ ও ইব্রাহিমের ওপর। সতর্ক শুরুতে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা তাদের।

৬:০৫- একাদশে সৌম্য-তাসকিন

দুই দলেরই লক্ষ্য সেমিফাইনাল। আফগানিস্তান জিতলেই চলে যাবে শেষ চারে। তবে বাংলাদেশকে সেমিফাইনালে যেতে মেলাতে হবে কঠিন সমীকরণ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে লাল-সবুজ জার্সিধারীরা।

একাদশে ফিরেছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান ও জাকের আলি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গেয়ালিয়া খারোতি, নুর আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকী।

৬:০১- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এখনও বেঁচে আছে বাংলাদেশের। এজন্য আফগানিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। আফগান অধিনায়ক রশিদ খান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত