জাতীয় স্টেডিয়ামে এর আগেও হার্ডলসে অংশ নিয়েছেন। কিন্তু এভাবে সব আলো নিজের দিকে কখনও কেড়ে নিতে পারেননি নাজিমুল হোসেন রনি। মঙ্গলবার ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে ৪০০ মিটার হার্ডলসে ৩২ বছরের রেকর্ড ভেঙে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট।
রেকর্ড গড়তে রনি সময় নেন ৫০.৮৪ সেকেন্ড। এর আগে ১৯৯৩ সালে যে রেকর্ড গড়েছিলেন আবদুল রহিম নঈম। তিনি সেবার সময় নিয়েছিলেন ৫১.৮৭ সেকেন্ড।
২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন নাজিমুল। সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে অ্যাথলেটিকস সম্পর্কেই কোনও ধারণা ছিল না। ২০২১ সালে প্রথমবার সেনাবাহিনীর চূড়ান্ত বাছাইয়ে টিকে যান। সেই সুবাদে জাতীয় পর্যায়ে দৌড়ানোর সুযোগ পান তিনি। তবে সে বছর আর্মির আন্তঃইউনিটে দৌড়ান ৪০০ মিটার স্প্রিন্টে। সেখানে সোনা জেতেন নাজিমুল। এরপর নিজের পছন্দের ইভেন্ট হার্ডলসে নজর দেন ২৬ বছর বয়সী এই অ্যাথলেট।
প্রথমবার জাতীয় অ্যাথলেটিকসে জেতেন রুপা। এরপর সোনা জেতেন। এবার তো দীর্ঘদিনের পুরনো রেকর্ড ভেঙেছেন।
রেকর্ড গড়ার কীর্তি করে উচ্ছ্বসিত রনি বলেন, “অবশ্যই নিজের চেষ্টা ছিল, আমার কোচও আমাকে নিয়ে কাজ করেছেন।”
আত্মবিশ্বাস ছিল রনির। যে কারণে এমন একটা রেকর্ড গড়তে পেরেছেন, “আমার খুব খুশি লাগারই কথা। আমার কোচ এবং সতীর্থরা বলতেন এই রেকর্ডটা আমাকে দিয়েই ভাঙা সম্ভব। অবশেষে সেটি করতে পেরেছি। আলহামদুল্লিাহ।”
অ্যাথলেটিকসে আসার পেছনের গল্প বলতে গিয়ে বগুড়া থেকে উঠে আসা রনি বলেন, “ সেনাবাহিনীতে আসার পরই অ্যাথলেটিকসে আসি। ওখানে আন্তঃ ইউনিট প্রতিযোগিতা হয়, সেখান থেকে বের হওয়া। পরবর্তীতে মূল দলে যোগ্যতা প্রমাণ করে জাতীয় পর্যায়ে এসেছি।”
এবার এসএ গেমসে পদক জয়ের স্বপ্ন দেখছেন রনি, “অ্যাথলেটিকস নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে, সামনে এসএ গেমসে পদক পাওয়া। যে টাইমিং করেছি তাতে আরেকটু চেষ্টা করলে হয়তো পদক হয়ে যাবে। তবে ফেডারেশনের পক্ষ থেকে আমাকে সহযোগিতা করতে হবে।”