Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

খো খো বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে বাংলাদেশ

Kho Kho_01
[publishpress_authors_box]

ভারতের দিল্লিতে অনুষ্ঠানরত খো খো বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলে ও মেয়ে দুই দলই অংশ নিচ্ছে। মঙ্গলবার জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ছেলে ও মেয়ে দুই দলই।

দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে ছেলেদের বিভাগে বাংলাদেশ প্রথমে ৫৭-২৪ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এরপর মেয়েদের বিভাগে বাংলাদেশ ৭৯-১৪ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ছেলেদের বিভাগে ম্যাচ সেরা হয়েছেন ইদিল প্রামানিক। মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় হন রিতু রানী সাহা।

একই দিনে বাংলাদেশের ছেলেদের দল অন্য ম্যাচেও জয় পেয়েছে। সেই ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। বাংলাদেশ ৮৩-২৬ পয়েন্টে হারিয়েছে যুক্তরাষ্ট্র খো খো দলকে। ছেলেদের দলের পরবর্তী ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, আর নারী দলের প্রতিপক্ষ জার্মানি।

ঢাকা ছাড়ার আগে অল্প অনুশীলন করেছে খো খো দল। অন্য সব খেলার মতো খো খো খেলাও নানা প্রতিবন্ধকতার মধ্যেই চলছে। আন্তর্জাতিক খো খো ম্যাটে আয়োজন করা হয়। কিন্তু বাংলাদেশে খো খোর জন্য আলাদা কোনও ভেন্যু নেই। ম্যাট তো দূরের কথা।

তাই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে ম্যাট পাওয়ার আশ্বাস পেলেও সেটি আলোর মুখ দেখেনি। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এবারের বিশ্বকাপের মঞ্চে গেছেন বাংলাদেশের খো খো খেলোয়াড়রা। খো খো নারী দলে রয়েছেন বয়সভিত্তিক পর্যায়ে হকি ও ফুটবল খেলা একজন করে খেলোয়াড়। অল্প অনুশীলনেও শুরুতে চমক দেখিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা।

এদিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিল্লির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্য, উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়সহ অন্যান্যরা। এর আগে ভারতে বয়সভিত্তিক ফুটবল বিশ্বকাপ এবং ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছে। এবার খো খো বিশ্বকাপ আয়োজন করে এক নতুন ইতিহাস তৈরি করল দেশটি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত