মেয়েদের অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেবার বেনোনিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিলেন দিলারা, স্বর্ণা, সুমাইয়ারা।
এবারও মালয়েশিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপের অপর দুই প্রতিপক্ষ নেপাল ও স্কটল্যান্ড। আজ (বুধবার) মিরপুরে বিশ্বকাপের ফটোসেশন শেষে বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার জানালেন কোন দলকে ভয় না পাওয়ার কথা।
উল্টো অস্ট্রেলিয়াকে হুমকিই দিয়ে রাখলেন সুমাইয়া, ‘‘অস্ট্রেলিয়া হোক বা যে–ই হোক, আমরা আমাদের খেলাটা খেললে…ওরাও অন্তত ভয় পাবে যে আমরা বাংলাদেশ দলের গ্রুপে পড়ছি।’’
গত বিশ্বকাপে সুপার সিক্সে গ্রুপ ওয়ানে ছয় দলের মধ্যে তৃতীয় হয়ে রান রেটে বাদ পড়েছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের লক্ষ্য কী? সুমাইয়া জানালেন, ‘‘আমরা আসলে ওভাবে কিছু ঠিক করিনি। ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দল অনেক ভালো। যদি আমাদের নিজ নিজ ভূমিকা পালন করতে পারি, জানি আমার দলের শক্তির জায়গা কী। সেই শক্তির জায়গা নিয়ে যদি লড়াই করি, ভালো কিছুই হবে।’’
গ্রুপে বাংলাদেশের তিন ম্যাচ
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
১৮ জানুয়ারি | নেপাল | বাঙ্গি |
২০ জানুয়ারি | অস্ট্রেলিয়া | বাঙ্গি |
২২ জানুয়ারি | স্কটল্যান্ড | বাঙ্গি |
অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান ফটোসেশনের পর বললেন, ‘‘বোর্ড প্রেসিডেন্ট, নারী উইংয়ের চেয়ারম্যান, তারা সবাই নারী ক্রিকেট নিয়ে কাজ করছেন। আমাকে সাহায্য করছেন। সে হিসেবে বলবো সামনে নারী ক্রিকেটের সুদিন আসছে। আমি আশা করছি নারী ক্রিকেট দ্রুত উন্নতি করবে।’’