Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়
[publishpress_authors_box]

ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে রবিবার বলা হয়েছে, এধরনের পদক্ষেপ ইরানের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক এবং বৈশ্বিক স্টেকহোল্ডারদের সংযম অনুশীলন এবং আরও উত্তেজনা প্রতিরোধ করতে নিজেদের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এই ধরনের উস্কানি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ এরই মধ্যে ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি তৈরি করেছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

“আমরা আবারও বলতে চাই, আন্তর্জাতিক নিয়ম, সংলাপ এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিই মধ্যপ্রাচ্য অঞ্চলে এবং এর বাইরে স্থিতিশীলতা বজায় রাখার সর্বোত্তম উপায়।”

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধা স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ উল্লেখ করে বাংলাদেশ একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। বাসস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত