Beta
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

তাহসিন তাজওয়ারের পাশে বিসিবি

মা তাসমিন সুলতানা লাবণ্যর সঙ্গে তাহসিন তাজওয়ার জিয়া। ছবি: সকাল সন্ধ্যা।
মা তাসমিন সুলতানা লাবণ্যর সঙ্গে তাহসিন তাজওয়ার জিয়া। ছবি: সকাল সন্ধ্যা।
[publishpress_authors_box]

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অকাল মৃত্যুতে বেশ বিপাকে পড়েছে তার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। এবার তাহসিনের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে বিসিবি তাহসিন তাজওয়ার জিয়াকে ১৫ লাখ ৮০ হাজার টাকা দিচ্ছে।

১৯ বছর বয়সী তাহসিন তাজওয়ার জিয়ার ফিদে রেটিং ২৩২৩। তিনি ফেব্রুয়ারি ইউরোপের মন্টেনেগ্রোর পেত্রোভাসে অনুষ্ঠেয় বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপে খেলবেন। শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপ, হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টার্স ও আন্তর্জাতিকমাস্টার্স ইভেন্টেও খেলবেন । এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় শুরু হবে প্রিমিয়ার দাবা লিগ। এর আগে বাংলাদেশে ফিরবে তাহসিন।

তাহসিনের স্বপ্ন তার বাবার মতো গ্র্যান্ডমাস্টার হওয়া। সেই পথে হাটতে বিসিবি সহযোগিতা করতে চায়। এ ব্যাপারে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, “তাহসিন খুবই প্রতিভাবান দাবাড়ু। সে কিংবদন্তি বাবার পথ অনুসরণ করছে। যা দেখে ভালো লাগছে। আমরা তাকে সহযোগিতা করতে চাই। দাবা এবং আমাদের দেশের খেলাধুলায় অবদানের জন্য গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশের এটিও একটি উপায়।’

গত ৭ জানুয়ারি বিসিবির কাছে এক কোটি টাকা অনুদান চেয়েছিল বাংলাদেশ দাবা ফেডারেশন। সেখানে তাহসিনসহ আরও কয়েকজনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়েছিল। তবে তাহসিনের এই অনুদান আলাদা। তার পরিবারের পক্ষ থেকেই বিসিবির কাছে সহায়তা চাওয়া হয়েছিল। দাবা ফেডারেশনের চাওয়া ওই কোটি টাকা সহযোগিতার বিষয়ে এখনো বিসিবি কিছু জানায়নি।

ছেলে তাহসিন তাজওয়ারের সঙ্গে দাবা খেলছেন জিয়া। ছবি: সংগৃহীত।

এভাবে অর্থ অনুদান পেয়ে উচ্ছ্বসিত প্রয়াত জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য, “জিয়া মারা যাওয়ার পর আমরা খুবই মানবেতর জীবন যাপন করছি। আমার ছেলেকে ঠিকমতো কোনও টুর্নামেন্টে খেলাতে পারছি না। স্পনসর সঙ্কট। এক পর্যায়ে তামিম ইকবাল আমার ছেলেকে সহযোগিতা করেন। তখন বিসিবি থেকেও আমাকে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বিসিবির এই আর্থিক সহযোগিতা পেয়ে তাহসিন আরও ভালোভাবে দাবা খেলতে পারবে। সে কখনও বিশ্ব জুনিয়র দাবায় খেলতে পারেনি। বাবার স্বপ্ন এবার পূরণ করতে পারবে। আমি বিসিবির প্রতি কৃতজ্ঞ।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত