Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪
Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪

আফগানিস্তান সিরিজ স্থগিত, সাকিবসহ সাতজন খেলবেন বিদেশি লিগে

বাংলাদেশ
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে আইসিসি সূচিতে থাকা অ্যাওয়ে সিরিজটি আপাতত হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে পরে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনের সমঝোতা হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি)।

তাই একই সময়ে বিদেশি লিগে ডাক পাওয়া ক্রিকেটারদের এনওসি দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা ও কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসানসহ সাত ক্রিকেটার।

বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ হোম সিরিজ আয়োজনের কথা ছিল এসিবির। তাতে ছিল দুটো টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। পুননির্ধারিত সূচিতে টেস্ট বাদ দিয়ে ২৫ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে শুধু সাদা বলের সিরিজ আয়োজন করতে চেয়েছিল এসিবি।

সিরিজটির জন্য এসিবিকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দিল্লির কাছের শহর গ্রেটার নয়ডা ভেন্যু বরাদ্দ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু ওই সময়ে দিল্লিতে প্রচুর বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে। তাই সিরিজটি এই সময়ে খেলতে চায়নি বিসিবি।  

বিসিবির অনুরোধ মেনে নিয়ে আফগানিস্তান সিরিজ স্থগিত করেছে। সামনের বছর কোন একটি সময়ে এই সিরিজ খেলা হবে বলে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে সকাল সন্ধ্যাকে জানানো হয়েছে।

এদিকে জুলাইতে শ্রীলঙ্কা ও কানাডাতে দুটো ফ্র্যাঞ্চাইজি লিগ হবে। এই লিগগুলোতে মোট সাতজন বাংলাদেশী ক্রিকেটার ডাক পেয়েছেন। সবাইকেই বিসিবি এনওসি দিয়েছে বলে জানান ক্রিকেট অপারেশন্সের ওই সূত্র।

১ জুলাই থেকে ২১ তারিখ পর্যন্ত হবে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। এবার ডাম্বুলা সিক্সার্সে ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। আর কলম্বো স্ট্রাইকার্সে খেলবেন তাসকিন আহমেদ। আফগানিস্তান সিরিজ বাতিল হওয়ার পর এনওসির আবেদন করে সফল হয়েছেন তারা।

একই ভাবে সফল হয়েছেন আরও চার ক্রিকেটার। তারা সবাই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন। ২৫ জুলাই শুরু হতে যাওয়া কানাডার লিগটিতে বাংলা টাইগার্স মিসিসুগায় ডাক পেয়েছেন সাকিব আল হাসান এবং শরিফুল ইসলাম।

একই প্রথম বিদেশী লিগে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন। সাকিব আল হাসানের সাবেক দল মন্ট্রিল টাইগার্সে ডাক পেয়েছেন সাইফউদ্দিন। লেগ স্পিনার রিশাদকে নিয়েছেন টরোন্টো ন্যাশনালস।

এর আগে আমেরিকার মেজর লিগ ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে খেলার কথা আছে সাকিবের। এই টুর্নামেন্ট শুরু হবে ৫ জুলাই থেকে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত