Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নওশাবা-নিপুণ চলচ্চিত্র সেন্সর বোর্ডেও

Nipun-Nowshaba
[publishpress_authors_box]

রাজনৈতিক পালাবদলে শিল্পী কল্যাণ ট্রাস্টের পর চলচ্চিত্র সেন্সর বোর্ডেও স্থান পেলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ও নির্মাতা আশফাক নিপুণ।

রবিবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রথমে শিল্পী কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের প্রজ্ঞাপন আসে, এরপর তথ্য মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠনের প্রজ্ঞাপনও আসে।

১৫ সদস্যের সেন্সর বোর্ডে পদাধিকার বলে থাকা আটজন কর্মকর্তা আগের মতোই থাকছেন। শিল্পী, নির্মাতা, প্রযোজক, লেখকদের সাতজন সদস্য বদল হয়েছে।
নওশাবা ও নিপুণের পাশাপাশি নির্মাতা জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন, চলচ্চিত্র প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল যুক্ত হয়েছেন বোর্ডে।

বাদ পড়েছেন অভিনেত্রী সুজাতা আজিম, রোকেয়া প্রাচী, অরুণা বিশ্বাস, দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেতা আজিজুল হাকিম, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু ও চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম।

তারা সবাই আওয়ামী লীগ সরকার আমলে গত ১২ মে নিয়োগ পেয়েছিলেন। তাদের মেয়াদ ছিল এক বছর। কিন্তু সরকার পতনের কারণে চার মাসের মধ্যে বিদায় নিতে হলো তাদের।

সেন্সর বোর্ডে অন্তর্ভুক্তির প্রতিক্রিয়ায় নির্মাতা খিজির হায়াত সকাল সন্ধ্যাকে বলেন, “নিঃসন্দেহে এটি একটি গুরু দায়িত্ব। আমি দারুণ উচ্ছ্বসিত এমন দায়িত্ব পেয়ে। সেন্সরের সাথে আসলে সবকিছুই যুক্ত। আমাদের সিনেমার ভবিষ্যত নীতি, আমরা সিনেমাকে কিভাবে দেখতে চাই, আমাদের মানুষের কান্নাগুলো কেন বড়পর্দায় আসে না, সবকিছু মিলে আমাদের আসলে একিটা রিসেট বাটনে চাপ দিতে হবে।

“এতদিন এটা কীভাবে চলেছে এবং সামনে এটাকে আমরা কীভাবে পরিচালিত করতে চাই। তা নিয়ে উদ্যোগ নিতে হবে। দায়িত্বটা অনেক বড়। সাথে যারা আছেন তাদের সবাইকে মিলেই কাজটা করতে হবে।”
তবে খিজির হায়াত মনে করেন, সেন্সর বোর্ডকে সত্যিকার অর্থে চলচ্চিত্রবান্ধব করতে হলে এর আইন পরিবর্তন আবশ্যক।

সেন্সর প্রথা বিলুপ্ত করে রেটিং পদ্ধতি চালু করার দাবি দেশের নির্মাতারা দীর্ঘদিন ধরে করে আসছে।

গত ১২ মে এবছরের সেন্সর বোর্ড গঠনের পর প্রিভিউ কমিটির বৈঠক না হওয়ায় আসন্ন দুর্গাপূজায় নতুন সিনেমা মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। সেন্সরবোর্ড পুনর্গঠনের মধ্য দিয়ে সে অচলাবস্থা কাটবে বলে আশান্বিত হয়েছেন নির্মাতা, প্রযোজক ও হল মালিকরা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত