Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
জুনিয়র এশিয়া কাপ হকি

ওমানকে হারিয়ে শুরু বাংলাদেশের

ওমানের জালে বল নিয়ে আক্রমণের চেষ্টা বাংলাদেশের  মোহাম্মদ সিয়ামের। ছবি: সংগৃহীত
ওমানের জালে বল নিয়ে আক্রমণের চেষ্টা বাংলাদেশের মোহাম্মদ সিয়ামের। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। মাসকটে মঙ্গলবার গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক ওমানকে। ম্যাচে জোড়া গোল করেছেন রাকিবুল হাসান। অন্য গোলটি মোহাম্মদ মেহেদি হাসানের। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে রাকিবুল হাসানের হাতে।

পুরো ম্যাচে ৫টি পেনাল্টি কর্নার পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১টি পেনাল্টি কর্নার থেকে গোলে অনুবাদ করতে পেরেছে বাংলাদেশ। বাকি দুটি গোল এসেছে ফিল্ড থেকে। যেখানে ম্যাচের ৭, ৩৭ ও ৩৮ মিনিটে হয়েছে এই তিনটি গোল।

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে এমনিতেই দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে স্থবিরতা। হকি বরাবরই মাঠের বাইরের ইস্যু নিয়ে থাকে আলোচনায়। আগের কমিটির কর্মকর্তারা আত্মগোপনে চলে গেলেও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজের উদ্যোগে পুরুষ ও নারী দলকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুশীলনের মধ্যে রাখেন। বিদেশি কোনও দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারলেও স্থানীয় কয়েকটি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। সেই প্রভাব পড়েছে হকির টার্ফে।

ওমানের চেয়ে এই ম্যাচে ফিটনেস, টেকনিক ও ট্যাকটিকস সব দিক দিয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। যদিও শেষ কোয়ার্টারে এসে পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল শোধ করে ওমান।

এবারের এশিয়া কাপে দুই গ্রুপে অংশ নিচ্ছে মোট দশটি দেশ। বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, মালয়েশিয়া, ওমান ও চীন। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। বাংলাদেশের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানি। দশ দলের টুর্নামেন্টে তিনে থাকতে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো সুযোগ পাবে যুব বিশ্বকাপে খেলার।

বাংলাদেশের পরবর্তী গ্রুপ ম্যাচ ২৮ নভেম্বর। প্রতিপক্ষ পাকিস্তান। ৩০ নভেম্বর মুখোমুখি হবে মালয়েশিয়ার। সবশেষে ১ ডিসেম্বর চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত