Beta
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ম্যাচ অনুশীলন হয়নি তবু স্বস্তি বাংলাদেশের

শুক্রবার সকালে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ খেলতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ। ছবি : বিসিবি
শুক্রবার সকালে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ খেলতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফিতে “চ্যাম্পিয়ন” হতে চায় বাংলাদেশ। দেশ ছাড়ার আগে শেষ সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে যারা আছেন তাদের সঙ্গে মিল নেই বাংলাদেশের।

সেদিকে অবশ্য নজর নেই। এত নির্ঝাঞ্ঝাট টুর্নামেন্ট যাত্রাই আলোচনা রেখেছে বেশি। অধিনায়কের ফর্ম, দলে কে আছে কে নেই, দলে সিনিয়রদের কেউ খেলবেন কিনা, শেষ মুহূর্তে দল ঘোষণার নাটক; এবার কোন কিছুই হয়নি। ক্রিকেটের টুর্নামেন্টের আগে চিন্তাটা শুধু ক্রিকেট নিয়েই থাকছে।

অন্য দলগুলোর মতো ম্যাচ অনুশীলন না হলেও এবার বাংলাদেশ দলের স্বস্তির যাত্রাই বড় পাওয়া। তাতে কিছুটা নির্ভার হয়ে ম্যাচে মনযোগী হতে পারবেন ক্রিকেটাররা।

অনুশীলনে খুব উপভোগ সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। ছবি : বিসিবি

শিরোপা প্রত্যাশী দলগুলো বেশ জোড় প্রস্তুতিতেই আছে। ভারত নিজ মাঠে খেলছে ইংল্যান্ডের সঙ্গে। পাকিস্তানে টুর্নামেন্টের ভেন্যুতে স্বাগতিকদের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর অস্ট্রেলিয়া খেলছে শ্রীলঙ্কাতে। এশিয়ার বাইরের দলগুলো এশিয়ার কন্ডিশন কাজে লাগাতে চাইছে।

বাংলাদেশ ক্রিকেটারদের জন্য সেই সুযোগটা তৈরি করা যায়নি। ৭ ফ্রেবুয়ারি বিপিএল ফাইনাল শেষ হওয়ার পর চ্যাম্পিয়নস ট্রফির জন্য ক্রিকেটারদের দুবাই যাত্রা ছিল ১৩ তারিখ রাতে। দেঢ় মাসের টুর্নামেন্ট শেষে এই এক সপ্তাহ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। অবশ্য ১০ ফেব্রুয়ারী থেকে ক্যাম্প শুরু করেছিলেন ক্রিকেটাররা।

১৩ তারিখ রওনা হয়ে ১৪ তারিখ সকালে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। ১৫ ও ১৬ তারিখ দুদিনের অনুশীলনের পর ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান “এ” দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওই একটি অনুশীলন ম্যাচই ভরসা নাজমুল হোসেন শান্তদের।

ক্রিকেটাররা সবাই এখন নির্ভার। সবার মাঝেই এখন হাসির দিকটা বেশি। ছবি : বিসিবি

অনুশীলন কম হলেও এমন ক্রিকেটের বাইরের চাপমুক্ত থেকে একটি আইসিসি টুর্নামেন্টে অনেকদিন পর পা দিচ্ছে বাংলাদেশ দল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক শান্তর ফর্ম নিয়ে বিস্তর সমালোচনা হয়। দলের মূল সদস্য লিটন দাসও রানে ছিলেন না। এবার তাকে দল থেকে বাদ পড়তে হলো।

২০২৩ বিশ্বকাপের আগে নাটকীয়তার শেষ ছিল না। তামিম ইকবাল দলে থাকবেন কিনা তা নিয়ে নানা আলোচনা শেষে বাদই পড়েছিলেন তিনি। অথচ দুই মাস আগেও তামিম ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহর দলে না থাকা নিয়ে বিতর্ক ছিল।

এবারের দল নিয়ে কোন বিতর্ক নেই। সাকিব ও তামিম কেউই খেলতে পারছেন না তা আগেই নিশ্চিত হয়। ফর্মের কারণে বাদ পড়েছেন লিটন দাস। অধিনায়ক শান্তর ফর্ম নিয়ে চিন্তা থাকলেও অধিনায়ক ওয়ানডে ফরম্যাটে ভালো খেলছেন।

দল নিয়ে কোন আলোচনা নেই। কে আছে, কে নেই তা নিয়েও কোন বিতর্ক নেই। বিপিএল খেলে মারদাঙ্গা ক্রিকেটের ওপরই আছেন। এমন অবস্থায় গতবার সেমিফাইনালে খেলা চ্যাম্পিয়নস ট্রফিতে এবার ভালো কিছু না হওয়া বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত