তিনি বাংলাদেশের অধিনায়ক। অথচ বিপিএলে ফরচুন বরিশালের একাদশেই হারিয়েছিলেন জায়গা। নাজমুল হোসেন শান্ত খেলেন কেবল ৫ ম্যাচ। আহমারি পারফরম্যান্স ছিল না, ৪টিতেই আউট হয়েছিলেন দুই অঙ্কের আগে।
চ্যাম্পিয়নস ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচেও রান পেলেন না শান্ত। আজ (সোমবার) পাকিস্তান ‘এ’ দল বা শাহিনসের বিপক্ষে আউট হয়েছেন কেবল ১২ রান করে।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। প্রথম ২০ ওভারে ৩ উইকেটে বাংলাদেশ করেছে ১০৪ রান। ১২ রান করে শান্ত ফিরতি ক্যাচ তুলে দেন মুবাস্সির খানের হাতে। ওপেনার তানজিদ হাসান তামিম ৬ রান করে বোল্ড হন আলি রেজার বলে।
সৌম্য সরকার ৩৫ করে হন রান আউট। মেহেদী হাসান মিরাজ ব্যাট করছেন ৩০ রানে। তার সঙ্গী তাওহিদ হৃদয় ক্রিজে আছেন ১৩ রান করে। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৬০। পরের ১০ ওভারে ৪৪ রান করেছে শান্তর দল।
প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের সব সদস্যেরই ব্যাটিং বোলিং করার সুযোগ থাকছে। তাই আলাদা করে একাদশ নির্বাচন করার দরকার হয়নি বাংলাদেশের।