গ্রুপ পর্বে দুই ম্যাচেই দাপটে জিতেছিল বাংলাদেশ। তবে বড় ধাক্কাটা খায় সুপার ফোরে। অনূধর্ব-১৯ নারী এশিয়া কাপে বাংলাদেশকে ৮ উইকেটে বিধ্বস্ত করেছিল ভারত। এক ম্যাচ পরই অবশ্য ঘুরে দাঁড়াল তারা। আজ (শুক্রবার) নেপালকে ৯ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
কুয়ালালামপুরে ২২ ডিসেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ভারত সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪ উইকেটে। সুপার ফোরে ভারতের পয়েন্ট ৭, বাংলাদেশের ৬, নেপালের ৪ আর শ্রীলঙ্কার ৩।
শুক্রবার কুয়ালালামপুরে বৃষ্টিতে বাংলাদেশ-নেপাল ম্যাচ ২০ ওভারের বদলে অনুষ্ঠিত হয়েছে ১১ ওভারে। শুরুতে ব্যাট করা নেপাল ৮ উইকেটে থামে ৫৪ রানে।
জবাবে ৯.৫ ওভারে ১ উইকেটে ৫৮ করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। সঙ্গে পায় ফাইনালের টিকিট। বাংলাদেশের হয়ে ৩২ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন ফাহমিদা চয়া।