Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

আনুষ্ঠানিকতার ফুটবল লিগ শুরু শুক্রবার

Football
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হয়ে গেছে গত ২২ নভেম্বর বসুন্ধরা কিংস ও মোহামেডানের চ্যালেঞ্জ কাপ ফাইনাল দিয়ে। এর পোশাকি নাম ছিল বাংলাদেশ ২.o চ্যালেঞ্জ কাপ। অর্থাৎ নতুন বাংলাদেশের নতুন ফাইনাল। এবার আসলে পুরো পারিপার্শ্ব নতুন। ফুটবলাঙ্গনে আগের শক্তিশালী দলগুলো আর জায়ান্টের ভূমিকায় নেই। দুটো দল শেখ রাসেল ও শেখ জামাল তো হারিয়েই গেছে। টিকে থাকাদের মধ্যেও সেই আর্থিক জোর নেই। সঙ্গত কারণেই কোনরকমে দল গড়ার ভাগই বেশি। স্বাভাবিকভাবে নতুন বাংলাদেশের নতুন প্রিমিয়ার লিগটি শুক্রবার শুরু হচ্ছে খানিকটা আকর্ষণ হারিয়েই।

১০টি দলের এই লিগে প্রমোশন পেয়ে খেলবে ইয়ংমেন্স ফকিরেরপুল ও ঢাকা ওয়ান্ডারার্স। খেলা হবে দেশের ৫ ভেন্যুতে। শুক্রবার কিংস অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর। গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে খেলবে মোহামেডান ও ঢাকা ওয়ান্ডারার্স এবং মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ পুলিশ ও ব্রাদার্স ইউনিয়ন।

এই লিগে শিরোপার লড়াইটা জমজমাট হতে পারে বসুন্ধরা কিংস ও মোহামেডানের মধ্যে। প্রতিপক্ষ হিসাবে সাদাকালোরই সেই শক্ত আছে মনে করে অনেকে। কিন্তু লিগ শুরুর আগেই মোহামেডান কোচ আলফাজ আহমেদ যেন খানিকটা হতাশ। গুনে মানে বসুন্ধরা কিংসকে এগিয়ে রেখেই সাবেক এই তারকা স্ট্রাইকার বলছেন, “সবদিক থেকেই বসুন্ধরা কিংস এগিয়ে। বাকি দলগুলোর মধ্যে পার্থক্য খুব বেশি হবে না বলে মনে হয়। তবে একটি দল ভাল করে যখন পুরো ক্লাব সামগ্রিকভাবে নির্দিষ্ট লক্ষ্যে ঝাপায়। ক্লাব ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্লাব বয় পর্যন্ত একই লক্ষ্যে থাকলে মোহামেডানের ভাল করার সুযোগ থাকবে।”

মোহামেডান কোচের কথায় স্পষ্ট, কোচ-খেলোয়াড় বাদ দিলে বাকিরা একমুখী নয়। তাদের মূল শক্তির জায়গা সোলেমান দিয়াবাতে, মালির এই ফরোয়ার্ডকে কেন্দ্র করেই সাদাকালোরা ম্যাচ জেতার ছক কষবে। তবে গত মৌসুমেও দোর্দন্ড প্রতাপে থাকা আবাহনীর বড় স্বপ্ন দেখার সামর্থ্য নেই এবার। অর্থ সংকটে পড়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে তারা প্রথমবারের মতো বিদেশিহীন দল গড়ে তুলে দিয়েছে মারুফুল হকের হাতে। বড় প্রোফাইলের দেশি কোচ সাদামাটা আবাহনীকে কতদূর নিতে পারেন, সেটাই দেখার বিষয়।

এই ক্ষয়িষ্ণু আবাহনীর জন্য সব ম্যাচই এবার কঠিন হবে। তাদের চেয়ে ফর্টিস ক্লাব ও পুলিশ দলও ভাল সেজেছে দেশি-বিদেশীতে। তারাও লড়বে শীর্ষ তিনে থাকার জন্য। এর পরের ধাপে হয়তো রহমতগঞ্জ ও ব্রাদার্স থাকবে।

তাদের লক্ষ্য যাই হোক, আগের মতো সেই তুমুল লড়াইয়ের ইঙ্গিত নেই কারো সাজে। বরাবরের মতো সুসজ্জিত বসুন্ধরা কিংস চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়ন হয়ে এগিয়ে যাচ্ছে আরেকটি লিগ শিরোপার দিকে। চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানানোর কথা যাদের, তাদের কণ্ঠই যখন বেসুরো হয়, তখন মানতেই হবে চ্যাম্পিয়ন বাদে বাকি ৯ স্থান নিষ্পত্তির ফুটবল লিগ হতে যাচ্ছে এবার।   

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত