Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

মুখ ঢেকে কাতরানো সৌম্য চ্যাম্পিয়নস ট্রফি খেলবেন কি?

s1
[publishpress_authors_box]

আবারও ইনজুরিতে সৌম্য সরকার। এবার ব্যথা পেলেন জাতীয় দলের অনুশীলনে, তাও পুরোনো চোটের জায়গায়। ব্যথায় কাতরে মুখ ঢেকে যেভাবে মাঠ ছাড়ছিলেন তাতে শঙ্কা জাগতেই পারে তার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে।

আজ (সোমবার) মিরপুরে মাঝ উইকেটের পাশের উন্মুক্ত নেটে বোলিং করছিলেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। মৃত্যুঞ্জয়ের বাউন্সার সামলাতে গিয়ে ডান আঙ্গুলে বল লাগে সৌম্যর। ব্যথায় ব্যাট ছুড়ে সোজা উইকেটের অন্যপ্রান্তে গিয়ে বসে পড়েন মাটিতে।

ফিজিও বায়েজিদুল ইসলাম দ্রুত ছুটে এসে সৌম্যকে নিয়ে যান মাঠের বাইরে। আঙুলে দেওয়া হয় ব্যথানাশক স্প্রে। বিসিবি সূত্রে জানা গেছে ব্যথা গুরুতর হলে এমআরআই করা হবে।

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন সৌম্য। এজন্য বিপিএলে শুরু থেকে খেলেননি রংপুর রাইডার্সের হয়ে । 

 লিগপর্বের শেষ ম্যাচে খুলনার বিপক্ষে ৪৮ বলে খেলেছিলেন ৭৪ রানের ইনিংস। এলিমিনেটর কোন বল না খেলেই হন রানআউট। তবে ছন্দে থাকা সৌম্যকে কোনভাবে হারাতে চাইবে না বিসিবি।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকলেও জাতীয় দলের সঙ্গে পেসার হাসান মাহমুদকে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে বিসিবি সূত্রে।  দলের অনুশীলনে মানসম্পন্ন পেসার রাখতে বোর্ড নিজ খরচে রাখতে পারে আরও তিন-চারজন পেসারকে।

তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান—বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মূল দলে আছেন এই চার পেসার। ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। সেই দলে হাসান মাহমুদের সঙ্গে থাকতে পারেন  মৃত্যুঞ্জয় চৌধুরী, মুশফিক হাসানরা। তারা আজ (সোমবার) অনুশীলন করেছেন দলের সঙ্গে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত