নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তবে টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্বে তিনি থাকছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে ওয়ানডে সিরিজে লড়ছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজ শেষে শুরু হবে দুই দলের কুড়ি ওভারের লড়াই। এই সিরিজের জন্য ঘোষিত দলে মিরাজ আছেন। তবে নেতৃত্ব দেওয়া হয়েছে লিটনকে।
টপ অর্ডারে লিটনের সঙ্গে রয়েছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারের শক্তি বাড়াতে যোগ করা হয়েছে আফিফ হোসেন, জাকের আলী, মিরাজ, শামীম হোসেন ও শেখ মেহেদী হাসানকে। স্পিন আক্রমণে দুই মেহেদীর সঙ্গে রয়েছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণ দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ফাস্ট বোলাররা আরও আগুন ঝরাচ্ছেন। তবে টি-টোয়েন্টির স্কোয়াডে রাখা হয়েছে চার পেসার। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদের সঙ্গে জায়গা পেয়েছেন রিপন মন্ডল।
২১ বছর বয়সী এই তরুণের বাংলাদেশের জার্সিতে খেলার অভিজ্ঞতা হয়েছে এশিয়ান গেমস ক্রিকেট দিয়ে। ২০২৩ সালে অনুষ্ঠিত গেমস ক্রিকেট হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। আইসিসি ম্যাচগুলোকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি দিয়েছিল। সেই হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে অভিষেক হয়েছে রিপনের। তবে বড় পরিসরে, মূল জাতীয় দলের হয়ে ‘প্রথমবার’ আন্তর্জাতিক মঞ্চে নামার অপেক্ষায় তিনি।
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে। ১৬ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৮ ও ২০ ডিসেম্বর।
টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল।