Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

নেপালকে হারালেই ফাইনাল খেলবে বাংলাদেশ

345
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]
লোকেশন
লোকেশন

আগের দিনই মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। জিতেছিল ১২০ রানের বিশাল ব্যবধানে। সেই বাংলাদেশই আজ (বৃহস্পতিবার) এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে হারল ৮ উইকেটে।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে ভারতের বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানই করতে পেরেছিল বাংলাদেশ। জবাবে ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে দাপুটে জয় পায় ভারত।

ভারতের কাছে বিধ্বস্ত হলেও ফাইনালের সুযোগ আছে বাংলাদেশের। আগামীকাল (শুক্রবার) নেপালকে হারালেই ফাইনালের টিকিট পাবে তারা। আজ বৃষ্টিতে পণ্ড হয়ে যায় শ্রীলঙ্কা-নেপালের ম্যাচটি। তাতে ক্ষতিটা হয়েছে শ্রীলঙ্কার। ভারতের পয়েন্ট ৩, নেপাল ও বাংলাদেশের ২ আর শ্রীলঙ্কার ১।

ভারতের বিপক্ষে একটা পর্যায়ে ১৪তম ওভারে ৪৬ রানে সাত উইকেটে পরিণত হয়েছিল বাংলাদেশ। ফারজানা ইয়াসমিন (২১ বলে ৮) ও নিশিতা আক্তারের (১৭ বলে ১০) ব্যাটে শেষ পর্যন্ত স্কোরটা পৌঁছে ৮০-তে।

১০ নম্বরে নামা হাবিবা ইসলাম ৪ বলে করেন ১১ রান। আইয়ুশি শুক্লা ৪ ওভারে ৯ রানে নেন ৩ উইকেট।

জবাবে গোঁগাদি তৃষা (৪৫ বলে ৫৮) ও অধিনায়ক নিকি প্রসাদের (১৪ বলে ২২) ব্যাটে সহজ জয় পায় ভারত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত