Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Bangladesh u-19
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

যুব এশিয়া কাপ ট্রফি ধরে রাখার লড়াইয়ে শেষ মঞ্চে পা রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার দুবাইতে অধিনায়ক আজিজুল হাকিমের বিজয়ী শটে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

একপেশে সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়েছে যুবারা। প্রথমে তাদের ১১৬ রানে বেঁধে ফেলা। এরপর মাত্র ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করা। বাঁচামরার লড়াইয়ে পাকিস্তানকে মাথা তুলে দাঁড়াতেই দেয়নি আজিজুল হাকিমের দল।

রবিবারের ফাইনালে টানা দ্বিতীয় যুব এশিয়া কাপ জয়ের লড়াইয়ে ভারতকে পেয়েছে বাংলাদেশ। অপর সেমিফাইনালে ভারত যুবারা শ্রীলঙ্কান যুব দলের বিপক্ষে বাংলাদেশের মতোই ৭ উইকেটে জিতেছে। লঙ্কানদের ১৭৩ রানের টার্গেট ২১.৪ ওভারে টপকে যায় ভারত।

টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে দাপটের সঙ্গে শুরু করেছিল পাকিস্তান। এ গ্রুপ থেকে অপরাজিত থেকে সেমিফাইনালে পা রাখে তারা। কিন্তু সেমির লড়াইয়ে বাংলাদেশের সামনে দলটির ব্যাটাররা খেই হারিয়ে ফেলেন। চার-ছক্কা দূরের কথা সিঙ্গেল-ডাবলসও নিতে সমস্যা হচ্ছিল পাকিস্তান ব্যাটারদের।

বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৭ ওভার খেলেও ১১৬ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের ১২০ মিলিয়ে এই ম্যাচের মোট ২৩৬ রান দুই দেশের যুবাদের ম্যাচে সর্বনিন্ম রান।

সহজ লক্ষ্য তাড়া করতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। দুর্দান্ত ছন্দে থাকা অধিনায়ক আজিজুল হাকিম

শুরু থেকেই আগ্রাসী ছিলেন। সপ্তম ওভারের শুরুর বলে কালাম সিদ্দিকি কোন রান না করে ফিরলেও আজিজুলের ব্যাটে চাপে পড়েনি বাংলাদেশ। শুরু থেকেই সাবলীল খেলে উইকেটে সেট হন আজিজুল। এরপর ৭ চার ও ৩ ছক্কার দুর্দান্ত ইনিংস। ৪২ বলে ৬১ রানে অপরাজিত থাকেন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা বাংলাদেশ অধিনায়ক।

মোহাম্মদ শিহাব জেমসের ৩৬ বলে ২৬ ও জাওয়াদ আবরারের ২৫ বলে ১৭ রানে আরও একটি ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ২০২২ সালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ছিল বাংলাদেশ যুবারা। সেবার আরব আমিরাতকে হারিয়ে প্রথম শিরোপা আনন্দ মিলেছিল। এবার গতবারের সেমিফাইনাল ফিরে এল ফাইনালে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত