Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

টানা দ্বিতীয়বার এশিয়ার চ্যাম্পিয়ন হতে চায় যুবারা

Trophy
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

গত বছর দুবাই থেকে ভরা হাতে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির হাতে ছিল সোনালী ট্রফি। প্রথমবার এশিয়া কাপ জয়ের আনন্দে মিরপুরে সংবর্ধনা দেওয়া হয় যুব দলকে। যেমনটা দেওয়া হয়েছিল ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী আকবর আলিদের।

এক বছর পর আজিজুল হাকিম তামিমও সেই স্বপ্ন দেখছেন। রবিবার যুব এশিয়া কাপের ফাইনাল শেষে দেশে ফিরতে চান মাথা উঁচু করে। স্বপ্ন দেখেন তার হাতেও থাকবে সোনালী ট্রফি, পাবেন চ্যাম্পিয়ন সংবর্ধনা।

অবশ্য এর জন্য পেরোতে হবে ভারত বাধা। ফাইনালে ভারতের বিপক্ষে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ। যেই ভারত এবার পাকিস্তানের কাছে হার দিয়ে যুব এশিয়া কাপ শুরু করে। আর পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ যুব দল।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে যুব দল। শ্রীলঙ্কার বিপক্ষে হারের ভুল কাটিয়ে নিজেদের মতো করে গুছিয়ে উঠেছেন তামিমরা। তাই পাকিস্তান সেমিফাইনালে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি।

একই পরিকল্পনা নিয়ে এবং ইতিবাচক মানসিকতায় ফাইনালে নামছে বাংলাদেশ। ফাইনালের আগে অধিনায়ক তামিম বলেছেন, “আমরা প্রস্তুতি ম্যাচে ভারতকে হারিয়েছি। সেই সাফল্যটা অবশ্যই আমাদের অনুপ্রেরণা দিবে। এমনিতে আমরা বড় ম্যাচের জন্য সবাই মানসিক ভাবে প্রস্তুত আছি। সেরাটা দিয়েই আমরা চ্যাম্পিয়ন হবো।”
 

গত আসরে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক আরব আমিরাত কোন লড়াই করতে পারেনি। ২৮৩ রানের লক্ষ্যে নেমে করেছিল মাত্র ৮৭ রান। এবার ভিন্ন চ্যালেঞ্জ, ভিন্ন দল। তাই লক্ষ্য পূরণ করা কঠিন বলে জানিয়েছেন তামিম।

যুব অধিনায়ক বলেছেন, “ফাইনাল সব সময়ই চ্যালেঞ্জের। আমরা বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখাও একটা চ্যালেঞ্জ। তবে আমরা সবদিক থেকে প্রস্তুত আছি চ্যালেঞ্জ মোকাবিলা করার।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত