এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে পঞ্চম হয়ে বাংলাদেশ পুরুষ হকি দল সুযোগ পেয়েছে বিশ্বকাপে। হকিতে বাংলাদেশের যে কোন দলের প্রথম বিশ্বকাপ খেলার ইতিহাস এটা। এরই পুরস্কার হিসেবে যুবারা ওমান থেকে দেশে ফেরার পর হকি ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল পাঁচ লাখ টাকা পুরস্কার। তাতে ১৮ খেলোয়াড়, কোচ, ফিজিও, ম্যানেজার মিলে জনপ্রতি বরাদ্দ পড়ে ২৪ হাজার টাকার মতো।
সেই অঙ্কটা বেড়ে দ্বিগুণের বেশি হল আজ (বৃহস্পতিবার)। রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি কুর্মিটোলায় শাহীন দ্বীপে অনূর্ধ্ব-২১ হকি দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশন। সেখানেই ফেডারেশনের পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় জনপ্রতি ৫০ হাজার টাকার চেক। সেই দলের ২১ জন পেয়েছেন ১০ লাখ ৫০ হাজার টাকা।
একই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা নবম হওয়ায় বিশ্বকাপের টিকিট পাননি। তারপরও ছেলেদের সঙ্গে মেয়েরাও পেয়েছেন সংবর্ধনা। টাকা না পেলেও ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। আনন্দময় দিনটি খেলোয়াড়রা কাটিয়েছেন গানের তালে নেচে।
ছেলেদের দলটির বিশ্বকাপ প্রস্তুতিতে জোড় দিতে চায় হকি ফেডারেশন। এজন্য এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিসিবি ও বাফুফের সভাপতিকে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশে নেই। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন পাশে থাকার।
ফারুক আহমেদ বললেন,‘‘যেসব খেলায় সম্ভাবনা আছে, যতটুকু পারি বিসিবির পক্ষ থেকে সেখানে আমরা সহযোগিতা করব। আমরা কে কোন খেলার, সেটা ব্যাপার নয়। আমাদের ঠিক করতে হবে, আগে দেশ। অনেক সময় ব্যক্তিগত এজেন্ডায় চলে যাই আমরা। এ জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারি না।’’
এই অনুষ্ঠানে স্পন্সরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেন, ‘‘আমরা দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ ও খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ, বিশেষ করে ইউরোপের দলগুলোর সঙ্গে খেলার চেষ্টা করব।’’