টানা দুবার অনূধর্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। প্রথমবার হতে যাওয়া অনূধর্ব-১৯ নারী এশিয়া কাপেও শিরোপায় চোখ বাংলাদেশের। ৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় টি-টোয়েন্টি সংস্করণে ছয় দেশের এই টুর্নামেন্টের জন্য শক্তিশালী দলই ঘোষণা করেছে বিসিবি।
অনূর্ধ্ব-১৯ দলে রাখা হয়েছে জাতীয় দলের তিন ক্রিকেটার। দলের নেতৃত্ব দিবেন সুমাইয়া আক্তার। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে সুমাইয়ার। জাতীয় দলের অন্য দুই ক্রিকেটার নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিংকি।
অনূধর্ব-১৯ এশিয়া কাপের ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও মালয়েশিয়া।
বাংলাদেশ স্কোয়াড
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা ও আরভিন তানি।