উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় হারে শুরু হলো বাংলাদেশ নারী দলের। এই হারে এ বছর ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ধূসর হয়ে গেল নারী ক্রিকেটারদের।
নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২টি জিততেই হবে বাংলাদেশকে। এক ম্যাচ জিতলে রান রেটের হিসাবে যেতে হবে। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় উইন্ডিজ কন্ডিশনে বাকি দুই ম্যাচ জেতা এক প্রকার অসম্ভব হয়ে গেল নিগার সুলতানা জ্যোতিদের জন্য।
এ বছর নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে। ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে (ভারত বাদে) আছে বাংলাদেশ। ২৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে নিউজিল্যান্ড। কিউইদের টপকাতে না পারলে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে।
নারী বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত। আর একটি দলের সরাসরি খেলার টিকিট কাটার সুযোগ আছে। সেই প্রতিযোগীতায় আছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ।
সুপার লিগে নিউজিল্যান্ডের নির্ধারিত ২৪ ম্যাচ খেলা হয়েছে। ২১ পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠ অবস্থানে। বাংলাদেশের ও উইন্ডিজের দুটি করে ম্যাচ বাকি। উইন্ডিজ দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ২০। তখন ২১ পয়েন্টে থাকা নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপ খেলবে।
আর বাংলাদেশ ক্যারিবিয়ানদের বিপক্ষে একটি ম্যাচ জিতলেও ২১ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার দাবিদার হবে। সেক্ষেত্রে কিউইদের সঙ্গে রান রেটের হিসেব সামনে আসবে।
আগামী ২২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।