Beta
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার সেই পুরোনো চিত্র

কেমার রোচের বাউন্সারের জবাব ছিল না জাকেরের কাছে। ছবি : ক্রিকইনফো
কেমার রোচের বাউন্সারের জবাব ছিল না জাকেরের কাছে। ছবি : ক্রিকইনফো
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশ ক্রিকেটে এ গল্প যেন শেষ হওয়ার নয়। মাঠ বদল হয়, প্রতিপক্ষ বদল হয় কিন্তু বাংলাদেশের ব্যাটিং ভাগ্যে একই চিত্রনাট্য লেখা থাকে। সেই একঘেয়ে পথচলা থেকে আর বের হওয়া যায় না। পাকিস্তান সিরিজের পর থেকে বাংলাদেশ ব্যাটারদের চলমান ব্যাটিং ব্যর্থতা থামছেই না।

জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন শুরু থেকেই উইকেট পড়া শুরু হলো বাংলাদেশের প্রথম ইনিংসে। তাতে লাঞ্চের আগেই বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে। মাত্র ৯৮ রানে হারাতে হয় ৬ উইকেট।

পরের ১৪ ওভার মড়ক ঠেকালেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। দুজনের ২৪ রানের ছোট জুটিতে একশ রান পাড় করেছে বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিন প্রথম সেশন শেষে ৬ উইকেটে ১২২ রান তুলেছে সফরকারীরা। এরপর বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে।

১৫.৫ ওভারে ৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জেইডেন সিলস। তিনি মেডেন নিয়েছেন ১০টি। ছবি : ক্রিকইনফো

মাত্র ৮ ওভার ও ১৫ রানের ব্যবধানে বাংলাদেশ মিডলঅর্ডারের চার ব্যাটার নেই। শাহাদাত হোসেনের (২২) পর লিটন দাস (১), প্রথম টেস্টে ভালো করা জাকের আলি (১) ও একমাত্র হাফসেঞ্চুরিয়ান সাদমান (৬৪) বিদায় নেন। এতে ঘোর বিপদে পড়ে দল।

ব্যাটিং ধস থামে অধিনায়ক মিরাজ ও তাইজুলের ইনিংসে। তাইজুল বোলার হয়েও উপরের ব্যাটারদের দেখালেন উইকেটে টিকে থেকে বিপদ দূর করার কৌশল। মিরাজ ফেরেন ৩৬ রানে। জেইডেন সিলসের শর্ট বলে ফাইন লেগে শামার জোসেফের হাতে ক্যাচ দেন ১৮৩ মিনিট ক্রিজে থেকে ৭৫ বলে ৩৬ করা মিরাজ।

 এর আগে তাইজুল আউট হন ৬৬ বলে ১৬ করে। আলজারি জোসেফের লাফিয়ে ওঠা বলে তাইজুল স্লিপে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দিতেই ভাঙে মিরাজের সঙ্গে তাইজুলের ৪১ রানের জুটি। এছাড়া তাসকিন করেন ৮ রান।

১৫.৫ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জেইডেন সিলস। তিনি মেডেন পান ১০টি।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিন শেষ করেছে ১ উইকেটে ৭০ রানে। একমাত্র উইকেটটি নাহিদ রানার।

বাংলাদেশ ১ম ইনিংস: ৭১.৫ ওভারে ১৬৪ (মাহমুদুল ৩, সাদমান ৬৪, , শাহাদাত ২২, লিটন ১, জাকের ১, মিরাজ ৩৬, তাইজুল ১৬, তাসকিন ৮, হাসান ৫* ; রোচ ২/৪৫, সিলস ৪/৫, শামার ৩/৪৯, আলজারি ১/২৯)।

জ্যামাইকায় দিনের শুরুতে জোড়া আঘাত

বৃষ্টির কারণে জ্যামাইকা টেস্টের প্রথম দিন দুই সেশনের বেশি খেলা হয়নি। দ্বিতীয় দিন অবশ্য কালক্ষেপন হয়নি। রৌদ্রজ্জ্বল দিনে শুরু থেকেই মাঠে গড়ায় খেলা।

দিনের শুরুতে কিছু রান যোগ হলেও শাহাদাত হোসেন দিপু বিদায় নিলেন দ্রুত। আগের দিনের স্কোরের সঙ্গে ৪ রান (২২ রান) যোগ করে ফিরেছেন দিপু। আগের দিনের ৬৯-এ শুরু করে ৮৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

চতুর্থ উইকেটের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি উইন্ডিজকে। জেডন সিলসের তৈরি করা ফাঁদে পা দিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন দাস।

আগের দুটি বলে পঞ্চম স্ট্যাম্পে ফেলে আউট সুইং করিয়েছিলেন জেডন সিলস। লিটনকে আউট করা বলটি একই জায়গায় ফেলে আগের মতোই আউট সুইং করান। তাতে সহজ ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে মাত্র ১ রানে ক্যাচ দেন লিটন।

দিনের শুরুতে দুই সঙ্গী ফিরলেও ধৈর্য্যশীল ইনিংসে এগিয়ে চলেছেন সাদমান ইসলাম। এই ওপেনার ১২৭ বলে অপরাজিত আছেন ৫৭ রানে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত