Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

bangladeh
[publishpress_authors_box]

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ। আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারী। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচও এটি। রবিবার দুবাইকে এই আসরের নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে আয়োজক পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের পর পাকিস্তানের সঙ্গে হাইভোল্টেজ ম্যাচটি হবে ২৩ ফেব্রয়ারী। এই ম্যাচের ভেন্যুও দুবাই। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ১৯ ফেব্রুয়ারী করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। আসরের প্রথম ম্যাচ এটি।

টুর্নামেন্টের সূচি এখনও চূড়ান্ত ভাবে ঘোষণা করেনি আইসিসি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ভেন্যু চূড়ান্ত করার দিনে ক্রিকইনফো এক প্রতিবেদনে কিছু ম্যাচের দিন তারিখ প্রকাশ করেছে। ক্রিকইনফো জানায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান ও মন্ত্রী শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করে দুবাইকে এই আসরের নিরপক্ষে ভেন্যু হিসেবে নিশ্চিত করেছেন।

এ দিনই দুবাইতে যে ম্যাচগুলো হবে তার একটা খসরা এবং পাকিস্তানের গ্রুপ ম্যাচের সূচি প্রকাশ করেছে ক্রিকইনফো। পাকিস্তান তাদের শেষ গ্রুপ ম্যাচটি খেলবে বাংলাদেশের পিক্ষে ২৭ ফেব্রুয়ারী রাওয়ালপিন্ডিতে। একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ ম্যাচ হওয়ার কথা আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত তাদের গ্রুপ ম্যাচ খেলবে ২ মার্চ দুবাইতে।

পাকিস্তান-নিউজিল্যান্ড গ্রুপ ম্যাচ পাকিস্তানেই হবে। এছাড়া ‘বি’ গ্রুপে থাকা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো আসরের তিনটি ভেন্যু লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে।

চ্যাম্পিয়নস ট্রফির দুটি সেমিফাইনাল হবে ৪ ও ৫ মার্চ। ফাইনাল হবে ৯ মার্চ। নকআউট পর্বে ভারত যে ম্যাচগুলোতে থাকবে সেগুলো হবে দুবাইতে। ভারত নকআউটে না উঠলে সবগুলো ম্যাচই হবে পাকিস্তানে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত