Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

দুই ‘বন্ধুর’ একই দশা

ব্যাটারদের সমস্যা দূর করতে কাজ করছেন কোচ সালাউদ্দিন। ছবি : বিসিবি
ব্যাটারদের সমস্যা দূর করতে কাজ করছেন কোচ সালাউদ্দিন। ছবি : বিসিবি
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

হাতে হাত রেখে পথচলি দুজনে। একদিক থেকে বাংলাদেশ ও উইন্ডিজ দলের এখন একই দশা। বলা হচ্ছে ব্যাটিং ব্যর্থতার কথা। ২০২৪ সালে টেস্টে সবচেয়ে কম ব্যাটিং গড় এ দুই দলের।

১১ টেস্ট খেলুড়ে দলের মধ্যে শেষের দিন থেকে প্রথম উইন্ডিজ। তৃতীয় বাংলাদেশ। দ্বিতীয় অবস্থানে আয়ারল্যান্ড। যাদের টেস্ট খেলা সংখ্যা কম। নিয়মিত খেলার হিসেব ধরলে একদম পরপর অবস্থানেই আছে উইন্ডিজ-বাংলাদেশ।

শুধু ব্যাটিং ব্যর্থতায় নয়, পরিসংখ্যানেও দারুণ কাছাকাছি দুই দল। চলতি বছর উইন্ডিজ টেস্ট খেলেছে ৭টি, বাংলাদেশ ৮টি। এই সময়ে উইন্ডিজের ১১ ব্যাটার খেলেছেন, বাংলাদেশের ১২জন। তাদের মিলিত রান যথাক্রমে ২১৫২ ও ২৪৩৪। ব্যাটিং গড় উইন্ডিজের ২২.৮৯ ও বাংলাদেশের ২৪.৩৪।

একই সময়ে বাংলাদেশ ব্যাটারদের কাছ থেকে তিনটি সেঞ্চুরি এসেছে রাওয়ালপিন্ডিতে মুশফিকুর রহিম ও লিটন দাস। ভারতের কানপুরে মুমিনুল হক। উইন্ডিজের মাত্র একটি, ইংল্যান্ডের নটিংহ্যামে কেভাম হজ। এছাড়া ফিফটিতেও কাছাকাছি দুই দল। এই বছরে এখন পর্যন্ত হওয়া টেস্টে উইন্ডিজ ব্যাটারদের থেকে এসেছে ১১টি আর বাংলাদেশের ১০টি।

ব্যাটিং হতাশার এমন অদ্ভুত মিল নিয়ে বছরের শেষ দুটি টেস্টে মুখোমুখি হচ্ছে উইন্ডিজ-বাংলাদেশ। লড়াইটা প্রতিযোগীতার শেষ দুই দৌড়বিদের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। তাতে যে দলের ব্যাটাররা ভালো করবে জয় তাদের।

ব্যাটিং ব্যর্থতা থাকলেও বোলিংয়ে কিন্তু দারুণ উজ্জ্বল দুই দলই। দুর্দান্ত পেস ইউনিট প্রতি সিরিজেই কিছু হাসি এনে দিয়েছে দলটির সমর্থকদের। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় তা আর ধরে রাখা যায়নি। এবারও বোলারদের দিকেই নজর থাকবে দুই দলের।

তাতে একটি বিষয় স্পষ্ট। এ সিরিজে লো -স্কোরিং লড়াই হবে। আড়াইশো-দুইশো রানের স্কোরে জমে উঠবে ম্যাচ। তিনশো রান করা দল জয়ের সুবাশ পাবে। আর চারশো করলে তো জয় নিশ্চিত!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত