Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

কিরণের ডিগবাজি!

kiron2
[publishpress_authors_box]

একদম একশ আশি ডিগ্রিতে ঘুরে গেলেন মাহফুজা আক্তার কিরণ! আগে পিটার বাটলারের পক্ষে স্ট্যান্স নিলেও বাফুফে মহিলা কমিটির প্রধান এখন এই ইংলিশ কোচকে নিয়োগ দেওয়ার জন্য বাফুফের ইমার্জেন্সি কমিটিকে দুষছেন।

পিটার বাটলারের বিরুদ্ধে মেয়ে ফুটবলারদের একাংশের বিদ্রোহের অবসানের খবর দিতে কিরণ আজ মুখোমুখি হয়েছেন সাংবাদ মাধ্যমের। ব্রিফিংয়ের শুরুতেই তিনি নিজের অবস্থান পরিস্কার করতে গিয়ে বলেছেন, “নারী উইংকে দোষারোপ করে অনেক নিউজ এসেছে। আমি বলতে চাই, মেয়েদের সাথে যখন কোচের সমস্যা হচ্ছে, তখন থেকে তাদের বোঝানো হচ্ছে। একদিন নয়, কয়েকবার বসেছি তাদের সঙ্গে, সমস্যা নিরসনের চেষ্টা করেছি। পরবর্তীতে বাফুফের হাইয়ার অথোরিটিকে আমি জানিয়েছি, মেয়েদের সাথে কোচের কী সমস্যা। এই কোচকে যেন নিয়োগ দেওয়া না হয়, সেটাও বলেছি।”

তার দাবি অনুযায়ী, অক্টোবরে সাফ জিতে ইংলিশ কোচ পিটার বাটলারকে নিয়োগ না দেওয়ার জন্য ইমার্জেন্সি কমিটিতে সুপারিশ করেছিলেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান। এ প্রসঙ্গে তিনি বলেন, “কোচ নিয়োগ দেওয়া হয়েছে ইর্মাজেন্সি কমিটির মাধ্যমে। এই কমিটিতে আছে বাফুফের চার সহ সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সভাপতি। তারা মনে করেছেন, বাটলার ভালো কোচ। দলের জন্য একজন ভাল কোচ নিয়োগ দেওয়া দরকার। সবকিছুই ছিল আমাদের হাইয়ার অথরিটির ওপর।”

কিন্তু চার সহ সভাপতির একজন দাবি করেছেন, তিনি কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িতই ছিলেন না। আরেকজন বলেছেন, “বাটলারকে নিয়োগ দেওয়ার কথাটাই সভাপতি আমাদের জানিয়েছেন। এর বেশি কিছু নয়।” তাহলে পিটার বাটলারকে নিয়োগ দেওয়ার কাজটা সভাপতি তাবিথ আউয়াল একাই করেছেন।

অথচ তার আগেই কিরণের মুখে বাটলারের যত প্রশংসা শোনা গিয়েছিল। বাটলারকে পুনঃনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা বাফুফে দিয়েছিল জানুয়ারিতে। কিন্তু তার আগেই ৩ নভেম্বর কিরণ সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, “জাতীয় দলের জন্য বাটলারই সেরা কোচ।” পাশাপাশি এই কোচের সঙ্গে নতুন চুক্তির চেষ্টার কথাও বলেছিলেন, “বাংলাদেশে এ পর্যন্ত যত কোচ এসেছে, এদের মধ্যে বাটলারই সেরা। অধিকাংশই বই পড়ে কোচ হয়েছে। উনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা কোচ। পার্থক্য এখানেই। আমরা চেষ্টা করবো তাকে রাখতে।”

এরপর ২১ নভেম্বর বাটলারের সঙ্গে চুক্তি নবায়নের কথা তার মুখ থেকেই প্রথম জেনেছিল সবাই। কিরণ বলেছিলেন, “২৯ নভেম্বর পিটারের (বাটলার) অধীনেই শুরু হবে অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন। আমরা মেয়েদের জন্য এই কোচকে রেখে দিয়েছি।”

যিনি দুই মাস আগে বাটলারকে রেখে দেওয়ার কথা বলেছিলেন, সেই কিরণই এখন বলছেন অন্যকথা। এটা অল্প সময়ে বড় ডিগবাজির রেকর্ড হয়ে গেল না!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত