Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মেয়েরা অনেকে খেলা ছেড়ে অবসরে যাচ্ছেন। ছবি: সংগৃহীত।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মেয়েরা অনেকে খেলা ছেড়ে অবসরে যাচ্ছেন। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

সাফ চ্যাম্পিয়নশিপের আগে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী দল। আগামী ১১ ও ১৪ জুলাই ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন সাবিনা খাতুনেরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে।

বুধবার বাফুফের নারী ফুটবল কমিটির সভা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তথ্যগুলো জানিয়েছেন।

ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ফিলিস্তিন বাংলাদেশে আসতে রাজি না হওয়ায় ওই প্রীতি ম্যাচ খেলা হয়নি। এরপর মে-জুনের উইন্ডোতে চীনা তাইপের বিপক্ষে খেলার সুযোগ পান মেয়েরা।

প্রথমে ৩১ মে বসুন্ধরা কিংস অ্যারিনায় বাংলাদেশ প্রথম ফিফা প্রীতি ম্যাচে হেরেছিল ৪-০ গোলের বড় ব্যবধানে। এরপর ৩ জুন দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে লড়াই করে হেরেছিল ১-০ গোলে।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত