Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ নকআউটে যেতে পারবে না, ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী

shanto-92
[publishpress_authors_box]

“বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করবে”- দিনতিনেক আগে কথাগুলো বলেছিলেন রিকি পন্টিং। সাকিব আল হাসান-তামিম ইকবালের মতো অভিজ্ঞ খেলোয়াড় না থাকায় চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন না সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। একই কথা বলছেন এবি ডি ভিলিয়ার্স। বাংলাদেশ নকআউট পর্বে যেতে পারবে না বলে তার ভবিষ্যদ্বাণী।

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। যাওয়ার আগে শান্ত জানিয়ে গিয়েছেন শিরোপা জয়ের স্বপ্নের কথা। তবে তার স্বপ্ন বাস্তবতা থেকে যে বহুদূর, সেটাই যেন প্রতিফলিত হচ্ছে ডি ভিলিয়ার্সের বক্তব্যে। সাবেক প্রোটিয়া ব্যাটারের মতে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নয়।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল খেলবে চ্যাম্পিয়নস ট্রফিতে। বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। সেমিফাইনালে যেতে হলে পেরোতে হবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বাধা। সেই সম্ভাবনা একেবারেই দেখছেন না ডি ভিলিয়ার্স। শান্তর দল যেকোনও দলকে হারিয়ে অঘটনের জন্ম দিতে পারলেও নকআউট যেতে পারবে না বলে তার মতামত।

নিজের ইউটিউব চ্যানেলে কথা বলছেন এবি ডি ভিলিয়ার্স।

নিজের ইউটিউব চ্যানেল ‘এবি ডি ভিলিয়ার্স ৩৬০’তে ডি ভিলিয়ার্স বলেছেন, “বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত। সে এই মুহূর্তে ধারাবাহিক। এ কারণেই তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে বাংলাদেশের সমর্থকরা। মুশফিকুর রহিম অনেক অভিজ্ঞসম্পন্ন খেলোয়াড়। অনেক ভালো ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড তাদের। তবে আমরা মনে হয় না এটা টুর্নামেন্ট জেতার মতো দল।”

এই কথা শুনে বাংলাদেশের সমর্থকরা রেগে যেতে পারেন, ডি ভিলিয়ার্সের সেটাও জানা। কিন্তু বাস্তবতা অস্বীকার করতে পারছেন না সাবেক এই ব্যাটার, “সত্যি বলতে বাংলাদেশ নকআউট পর্বে যেতে পারবে না। আমার এই কথায় বাংলাদেশের সমর্থকরা আমাকে ‍ঘৃণা করতে পারেন। কিন্তু আমি দুঃখিত। এটাই সত্য। তাদের সামর্থ্য আছে অঘটন ঘটানোর, বড় কোনও দলকে হারিয়ে দেওয়ার। তবে আমার মনে হয় না বাংলাদেশ নকআউটে যেতে পারবে।”

সঙ্গে যোগ করেছেন, “তারা ভালো দল। তবে আমার মতে, তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নয়। বাংলাদেশকে এই টুর্নামেন্টের জন্য শুভকামনা।”

এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে পন্টিং বলেছিলেন প্রায় একই কথা। স্কোয়াডে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে উল্লেখ করে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন, “আমার মনে হয় ওদের (বাংলাদেশ দল) সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না আমার।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত