Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

যুক্তরাজ্যের নির্বাচনে লড়ছেন চট্টগ্রামের ফয়সালও

চট্টগ্রামের সন্তান হিসেবে ফয়সাল কবিরই প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন। তার ফেইসবুক পেইজ থেকে নেওয়া ছবি।
চট্টগ্রামের সন্তান হিসেবে ফয়সাল কবিরই প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন। তার ফেইসবুক পেইজ থেকে নেওয়া ছবি।
Picture of বিশেষ প্রতিনিধি, সকাল সন্ধ্যা

বিশেষ প্রতিনিধি, সকাল সন্ধ্যা

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন হবে বৃহস্পতিবার। এই নির্বাচনে বিভিন্ন দল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ জন প্রার্থী হয়েছেন, যাদের একজন চট্টগ্রামের এস এম ফয়সাল কবির নিক্সন। চট্টগ্রামের সন্তান হিসেবে ফয়সাল কবিরই প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন।

ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেনের প্রার্থী হিসেবে ‘আলট্রিংচাম অ্যান্ড সেল ওয়েস্ট’ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ফয়সাল। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি, রিফরর্ম ইউকের প্রার্থীরা।

সর্বশেষ সাধারণ নির্বাচনে এই আসন থেকে এমপি নির্বাচিত হন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির স্যার গ্রাহাম ব্রেডি। কিন্তু তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এই আসনে নতুন প্রার্থী দিয়েছে দলটি। ফলে ওয়াকার্স পার্টির জয়ের সম্ভাবনা দেখছেন ফয়সাল কবির।

তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “দুই কারণে ওয়াকার্স পার্টির প্রার্থীকে জনগণ বেছে নেবেন। একটি হচ্ছে, বাংলাদেশিদের অধিকার নিয়ে আমরা জোর গলায় কথা বলি। দ্বিতীয়ত, ফিলিস্তিন গাজা যুদ্ধ নিয়ে ব্রিটেনে কেবল আমরাই প্রথম থেকে সোচ্চার ছিলাম, এখনও আছি।”

ফয়সাল মনে করেন, “লেবার পার্টির নেতা সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিরূপ মন্তব্য করে নিজ দলের প্রবাসী বাংলাদেশি প্রার্থীদেরই বিব্রতকর অবস্থায় ফেলেছেন। এর প্রভাব আমার আসনে পড়বে।”

এস এম ফয়সাল কবির নিক্সন চট্টগ্রামের বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী প্রয়াত মতিউর রহমানের দ্বিতীয় ছেলে। চট্টগ্রামের চকবাজারে শপিং মল মতি টাওয়ার, মতি কমপ্লেক্স হচ্ছে তাদের পারিবারিক প্রতিষ্ঠান। চট্টগ্রামে রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসায় স্বনামধন্য প্রতিষ্ঠান কে কে গ্রুপের কর্ণধার তার ভাই এস এম আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত বারভিডার সর্বশেষ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তার বড় ভাই এস এম শাহজাহান কবির গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত।

ফয়সাল ২০১৬ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে বসবাস শুরু করেন। ম্যানচেস্টারে যাওয়ার পর থেকেই ফয়সাল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিযুক্ত হন।

রাজনীতি এবং নির্বাচনে আসার কারণ জানিয়ে সকাল সন্ধ্যাকে ফয়সাল কবির বলেন, “ইংল্যান্ডে সাড়ে চার বিলিয়ন পাউন্ডের খাদ্য ব্যবসা শিল্পে প্রবাসী বাংলাদেশিরা বড় অবদান রাখছেন, কিন্তু তাদের স্বীকৃতি সেভাবে নেই। আমি তাদের পক্ষ হয়েই কথা বলছি, তাদের স্বীকৃতি নিয়ে লড়াই করছি।”

তার মতে,  প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনেক সম্ভাবনাময় ও যোগ্য লোক রয়েছেন, যারা ব্রিটেনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান রাখতে পারেন।

“কিন্তু কেন জানি না সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন না। আপনারা যদি দেখেন, ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং লন্ডনের মেয়র একজন পাকিস্তানি বংশোদ্ভূত। কিন্তু আমাদের, বিশেষ করে পুরুষদের, সেই ধরনের কোনও সক্রিয় অবস্থান নেই।” সেই শূন্যস্থান পূরণে কাজ করছেন জানিয়ে ফয়সাল প্রবাসী বাংলাদেশিসহ সবার সহযোগিতা প্রত্যাশা করছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত