“পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।”
পুরনো দিনের কথা মনে করিয়ে দিতেই পুরান ঢাকার স্কুল বংশাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার এক ছাদের নিচে জড়ো হয়েছিলেন। স্কুল প্রতিষ্ঠার ৩১ বছর পর এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে এই পুনর্মিলনী অনুষ্ঠান।
১৯৮৩ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন স্থানীয় চিকিৎসক ওবায়দুর রহমান। ১৯৯৩ সালে প্রথমবার এই স্কুলের ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। কিন্তু স্কুল প্রতিষ্ঠার পর কেউ এই অনুষ্ঠানের উদ্যোগ নেয়নি এতদিন। অবশেষে এই পুনর্মিলনী অনুষ্ঠানে দিনভর আনন্দ-উচ্ছ্বাসে ভেসেছিল প্রাক্তন ছাত্রীরা।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা। এরপর চলে প্রাক্তনীদের স্মৃতিচারণা, স্কুলের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র, ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, নাচ গান ও আবৃত্তি।
প্রায় দেড়শ ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন শফিউল বাদশা, সঙ্গীত শিল্পী জয়ন্ত পাল ও নাদিম আহমেদ।
দিন ব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী উম্মে হানি মেঘলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক জামিল আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন ইসহাক সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেতারা বেগম।