পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান নিয়োগে স্টক এক্সচেঞ্জগুলোর সূচকের উত্থান ফিরে এসেছে। বেড়েছে লেনদেনের পরিমাণও।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার বিকালে মাসরুর রিয়াজকে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। চার বছরের জন্য তাকে নিয়োগ এই পদে দেওয়া হয়েছে। তবে বুধবার অফিস করেননি বিএসইসির নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজ।
রাষ্ট্রক্ষমতার পালাবদলের পর গত রবিবার পদত্যাগ করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত–উল–ইসলাম। গত ২৮ এপ্রিল দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে চার বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছিলেন তিনি। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তিনি কর্মস্থলে যোগ দেননি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর পুঁজিবাজারে ব্যাপক উত্থান শুরু হয়। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। টানা চার কর্মদিবসে (৬, ৭, ৮ ও ১১ আগস্ট) প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএমই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮০০ পয়েন্টের মতো বেড়েছিল।
গত ১১ আগস্ট রবিবার ডিএসইএক্স ৯১ পয়েন্টের বেশি বেড়ে ৬ হাজার ১৫ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করছিল। লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল।
তবে সোম ও মঙ্গলবার (১২ ও ১৩ আগস্ট) বাজার হোঁচট খায়; এই দুই দিনে ডিএসইএক্স প্রায় ১৫০ পয়েন্টের মতো পড়ে যায়; সূচক নেমে আসে ৫ হাজার ৮৬৭ দশমিক ৯৬ পয়েন্টে। লেনদেন নামে ১ হাজার ১৫ কোটি টাকায়।
তবে সপ্তাহের চতুর্থ দিন বুধবার দুই বাজারেই সূচক বেড়েছে; বেড়েছে লেনদেনের অঙ্ক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৫২ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে। শতাংশ হিসাবে এই সূচক বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ।
ডিএসইর অপর দুই সূচক ডিএসইএস ১৪ দশমিক ৮১ পয়েন্ট বা ১ দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ২৭০ দশমিক ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৬৩ পয়েন্ট বা ২ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৭ দশমিক শূন্য ৪ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার ডিএসইতে ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অঙ্ক ছিল ১ হাজার ১৫ কোটি টাকা।
বুধবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির; কমেছে ২৩৯টির। আর অপরিবর্তিত ছিল ৪২টির দর।
এদিন ডিএসইর লেনদেন আগের দিনের চেয়ে ২২.৬ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে আধিপত্য ছিল ব্যাংক খাতের। মোট লেনদেনের ২৯.৯ শতাংশ ছিল ব্যাংক খাতের। এরপর ছিল টেলিকম খাত ১৬.১ শতাংশ ও ওষুধ খাত ১৪.৮ শতাংশ।
একই চিত্র সিএসইতে
বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৪২ দশমিক শূন্য ৩ পয়েন্টে। শতাংশ হিসাবে এই সূচক বেড়েছে দশমিক ৭৮ শতাংশ। লেনদেন হয়েছে ১৮ কোটি ১৩ লাখ টাকা।
২৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭১টির। কমেছে ১৪৮টির। আর অপরিবর্তিত ছিল ২১টির দর।