Beta
সোমবার, ১ জুলাই, ২০২৪
Beta
সোমবার, ১ জুলাই, ২০২৪

ভিন্ন নামে কাজ করছে নিষিদ্ধ ‘আনসার আল ইসলাম’ : র‌্যাব

ss-rab-ansar-al-islam-28062024
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ ভিন্ন নামে সংগঠনিক তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

কক্সবাজারের চৌফলদণ্ডী থেকে তিন তরুণকে গ্রেপ্তারের পর শুক্রবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

দুপুরে কক্সবাজারে র‌্যাব-১৫ এর কার্যালয়ে তিনি জানান, ‘আস-শাহাদাত’ নাম নিয়ে সদস্য সংগ্রহ করছে আনসার আল ইসলাম। এ কাজে জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে উদ্ধার করা হয়েছে উগ্রবাদ ছড়ায় এমন বই, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল। এদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তার তিন জন হলেন, জামালপুর জেলার ইসলামপুরের মো. জাকারিয়া মন্ডল (১৯), ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার মো. নিয়ামত উল্লাহ (২১) ও ফেনীর সোনাগাজির মো. ওজায়ের (১৯)।

সংবাদ সম্মেলনে আরাফাত ইসলাম জানান, এই তিন জনই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা আফগানিস্থানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনে যোগ দিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়মিত অভিযানের ফলে আনসার আল ইসলামের কার্যক্রম প্রায় স্তিমিত হয়ে পড়ায় নতুন সদস্য সংগ্রহসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, “এ অবস্থায় ‘আস-শাহাদাত’ নামে নতুন একটি জঙ্গি গ্রুপ তৈরি করে নতুন সদস্য সংগ্রহসহ দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। গ্রুপটি পার্শ্ববর্তী একটি দেশ থেকে পরিচালিত হচ্ছে এবং এই সংগঠনের সদস্য সংখ্যা আনুমানিক ৮৫-১০০ জন। এই গ্রুপটির উদ্ভাবক হচ্ছে পার্শ্ববর্তী দেশের নাগরিক হাবিবুল্লাহ এবং কথিত আমির সালাহউদ্দিন।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আস শাহাদাতেরও মূল লক্ষ্য বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতনসহ বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সদস্য সংগ্রহ করা হতো।

আরাফাত ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনই মাদ্রাসার শিক্ষার্থী। এরা ‘আস-শাহাদাত’ গ্রুপের ময়মনসিংহ ও জামালপুর অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত। এদের কাজ ছিল মাদ্রাসাসহ বিভিন্ন এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত