Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

ফ্লিকের বার্সার গোলের সেঞ্চুরি, জিতেছে ইউনাইটেড

হান্সি ফ্লিকের অধীনে ৩২ ম্যাচে ১০১ গোল করেছে বার্সা। ছবি : এক্স
হান্সি ফ্লিকের অধীনে ৩২ ম্যাচে ১০১ গোল করেছে বার্সা। ছবি : এক্স
[publishpress_authors_box]

গোল উৎসবই করল বার্সেলোনা। লা লিগার অবনমন অঞ্চলে থাকা ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করল ৭-১ গোলে। জোড়া গোল করেছেন ফের্মিন লোপেস। একটি করে গোল রবার্ট লেভানদোস্কি, রাফিনিয়া, ফ্রেংকি ডি ইয়ং ও ফেররান তরেসের। আরেকটি গোল আত্মঘাতী।

হান্সি ফ্লিক কোচ হওয়ার পর গোলের সেঞ্চুরি করল বার্সা। ৩২ ম্যাচে তাদের গোল ১০১টি, যা দলটির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এর আগে ১৯৫৯ সালে হেলেনিয়ো এররার কোচিংয়ে ৩১ ম্যাচে ১০০ গোল করেছিল কাতালানরা।

লা লিগায় বার্সেলোনা এর আগে সর্বশেষ জিতেছিল ৩ ডিসেম্বর মায়োর্কার বিপক্ষে ৫-১ গোলে। সেই হিসেবে লিগে তারা জয় পেল ৫৪ দিন পর! এর মাঝে তারা ড্র করে রিয়াল বেতিস ও গেতাফের বিপক্ষে আর হারে লেগানেস ও আতলেতিকো মাদ্রিদের কাছে।

২১ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তিন নম্বরে। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে রিয়াল আছে একে আর ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ১৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে ভ্যালেন্সিয়া।

নিজেদের মাঠে তৃতীয় মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। ১৪ মিনিটেই ব্যবধান হয় ৩-০। ভ্যালেন্সিয়ার সাবেক খেলোয়াড় ফেররান তরেস অষ্টম মিনিটে আলেহান্দ্রো বাল্দের চমৎকার ক্রসে দ্বিগুণ করেন ব্যবধান। সাবেক ক্লাবের জালে বল পাঠানোয় উদযাপন করেননি তরেস। ১৪তম মিনিটে ইয়ামালের ব্যাকহিলে বল পেয়ে লোপেসের পাস থেকে ব্যবধান ৩-০ করেন রাফিনিয়া। ২৪তম মিনিটে স্কোর লাইন ৪-০ করে ফেলেন লোপেস। বিরতির আগেই নিজের দ্বিতীয় গোল করেন লোপেস। বার্সা এগিয়ে যায় ৫-০’তে।

৫৯ মিনিটে ভ্যালেন্সিয়া এক গোল ফেরালেও ৬৬ মিনিটে লোপেসের কাছ থেকে বল পেয়ে ব্যবধান ৬-১ করেন বদলি নামা লেভানদোস্কি। লা লিগায় এবারের মৌসুমে তার গোল এখন ১৭টি। ৭৫তম মিনিটে সেসার তারেগার আত্মঘাতী গোলে বড় জয়ে মাঠ ছাড়ে বার্সা।

ফুলহামের মাঠে ইউনাইটেডের জয়

প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহামের মাঠে ১-০ গোলে জিতেছে তারা। ৭৮ মিনিটে একমাত্র গোলটি করেন লিসান্দ্রো মার্তিনেস। ডি-বক্সের বাইরে থেকে তার বুলেট শট ফুলহামের মিডফিল্ডার সুসা লুকিচের পায়ে লেগে দিক বদলে হাওয়ায় ভেসে জড়ায় জালে। ম‍্যাচে কেবল এই একটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল তারা!

এই জয়ে ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। ৩৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ফুলহাম। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চূড়ায় লিভারপুল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত