নাটক, রোমাঞ্চ আর উপভোগ্য এক ম্যাচই উপহার দিল বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ। কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটা শেষ হয়েছে ৪-৪ গোলের সমতায়। ম্যাচের প্রথম মিনিটে আতলেতিকোকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেস।
ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্তোয়ান গ্রিজমান। অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনার দর্শকদের চোখে মুখে তখন অবিশ্বাস। ধাক্কাটা কাটিয়ে বার্সেলোনা ৭৪ মিনিটের মধ্যে এগিয়ে যায় ৪-২ গোলে। প্রথমার্ধেই বার্সেলোনার হয়ে জালের দেখা পান পেদ্রি, পাউ কুবার্সি ও ইনিগো মার্তিনেস।
Incase you Missed the First Half 👇🏼
— Goals ⚽ (@Goals360hub) February 25, 2025
Barcelona Vs Atletico Madrid Goals 🔥 pic.twitter.com/UuAT8KubSB
বিরতির পর বদলি নেমে ব্যবধান ৪-২ করেন রবার্ট লেভানদোস্কি। ৮৪ মিনিটে মার্কোস ইয়োরেন্তে আতলেতিকোর হয়ে ব্যবধান কমানোর পর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে সমতা ফেরান আলেকসান্দার সরলথ। গত ডিসেম্বরে লা লিগায় এই সরলথের ৯৬তম মিনিটের গোলে বার্সেলোনার মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল আতলেতিকো। ২ এপ্রিল ফিরতি লেগে নির্ধারিত হবে কোপা দেল রে ফাইনালের টিকিট পাবে বার্সা নাকি আতলেতিকো।
৬৭.৪ শতাংশ বলের দখল রেখে বার্সেলোনা পোস্টে শট নিয়েছিল ১৬টি, লক্ষ্যে ছিল ৯টি। আতলেতিকো ১০টি শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ৭টি। ম্যাচের প্রথম মিনিটেই গ্রিজমানের ক্রসে ক্লেমোঁ লংলের হেড থেকে বল পেয়ে কাছ থেকে নেওয়া ভলিতে জালে জড়ান আলভারেস। ঘড়ির কাঁটায় তখন ৫৫ সেকেন্ড।
হাইলাইন ডিফেন্স নিয়ে খেলা বার্সার জুলস কুন্দের ভুল পাস থেকে আক্রমণে উঠে ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান, অ্যাসিস্ট করেছিলেন আলভারেস। ১২তম মিনিটে বার্সেলোনার ফেররান তরেস গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। তবে ১৯ থেকে ২১ মিনিটে দুই গোল করে সমতা ফেরায় হান্সি ফ্লিকের দল। কুন্দের পাসে পেনাল্টি স্পটের কাছ থেকে নিচু শটে প্রথম গোলটি করেন পেদ্রি। ১৯তম মিনিটে রাফিনিয়ার কর্নার থেকে হেডে ২-২ সমতা ফেরান কুবার্সি। ৪১তম মিনিটে আবারও রাফিনিয়ার কর্নার থেকে আতলেতিকোর দুর্বল রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে ৩-১ করেন কুবার্সি।
৭২তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয় আতলেতিকোর। এর দুই মিনিট পর লামিনে ইয়ামালের অসাধারণ পাসে বার্সাকে ৪-২ গোলে এগিয়ে দেন লেভানদোস্কি। বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে আরেক ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে বল বাড়িয়েছিলেন এই তরুণ।
৮৪ মিনিটে বক্সের ভেতর থেকে বুলেট শটে আতলেতিকোর হয়ে ব্যবধান কমান মার্কোস ইয়োরেন্তে। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে সামুয়েল লিনোর পাসে ছয় গজ বক্সের মুখ থেকে গোল করে রুদ্ধশ্বাস ম্যাচটা ৪-৪ সমতায় শেষ করেন সরলথ।
ম্যাচ শেষে আতলেতিকোর আলভারেস মুভিস্টারে বলছিলেন,‘‘এটা পাগলাটে ম্যাচ ছিল। জানতাম ইউরোপের অসাধারণ একটা দলের বিপক্ষে খেলা সহজ হবে না। আমরা ভালো খেলেছি তবে এখনও ৯০ মিনিট বাকি।’’
৪-২ গোলে এগিয়ে গিয়েও ৪-৪ সমতায় ম্যাচ শেষ হওয়ায় হতাশা প্রকাশ করলেন বার্সা কোচ হান্সি ফ্লিক, ‘‘কখনও ম্যাচ শেষ হওয়ার পরও বলার মত সঠিক শব্দ খুঁজে পাওয়া যায় না। ম্যাচ শেষে এমন ফলের জন্য আমরা ভীষণ হতাশ। চতুর্থ গোলটা হজম করায় খুবই রাগ হচ্ছে, কোনো চাপ ছিল না তখন।’’