গত ১৬ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগা ম্যাচে চোট পেয়েছিলেন ইয়ামাল। ধারণা করা হচ্ছিল, দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন তিনি। ফলে স্প্যানিশ সুপার কাপ মিস করার প্রবল সম্ভাবনা ছিল তার। তবে বার্সেলোনার জন্য সুখবর, প্রত্যাশিত সময়ের আগেই অনুশীলনে ফিরেছেন এই তরুণ ফরোয়ার্ড।
এ সপ্তাহেই শুরু হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। সৌদি আরবের জেদ্দায় হতে যাওয়া তিন ম্যাচের এই টুর্নামেন্টে ইয়ামালের না খেলার সম্ভাবনাই ছিল বেশি। তবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে সেমিফাইনালের আগে অনুশীলনে ফেরায় সুপার কাপ খেলার আশা জেগেছে তার।
বৃহস্পতিবার হালকা অনুশীলন করেছেন ইয়ামাল। শনিবার চতুর্থ স্তরের দল বারবাস্ত্রোর বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচ খেলবে বার্সেলোনা। এর আগে তার অনুশীলনে ফেরাটা বার্সেলোনার জন্য বিশাল সুখবর। কোপা দেল রে’র এই ম্যাচে হয়তো খেলতে পারবেন না ইয়ামাল, তবে সুপার কাপে তার অংশগ্রহণের ভালো সম্ভাবনা তৈরি হয়েছে।
গত কয়েক বছর ধরেই স্প্যানিশ সুপার কাপ হচ্ছে সৌদি আরবে। এবারের প্রতিযোগিতার ফাইনালে এল ক্লাসিকো হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য সেজন্য সেমিফাইনালে নিজ নিজ ম্যাচ জিততে হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে। সেমিফাইনালে লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ মায়োর্কা।
২০২৪ সালে ইউরো জিতেছে স্পেন। একযুগ পর তাদের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইয়ামালের। ১৭ বছর বয়সী ফরোয়ার্ড চলতি মৌসুম বার্সেলোনারও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। হান্সি ফ্লিকের অধীনে আলো ছড়িয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ২১ ম্যাচে ইয়ামাল ৬ গোল করার পাশাপাশি আরও ১১ গোলে অবদান রেখেছেন।
এমন একজন খেলোয়াড়ের মাঠের বাইরে থাকাটা বার্সেলোনার জন্য বড় ক্ষতির। তবে নির্ধারিত সময়ের আগেই ইয়ামাল অনুশীলনে ফেরায় নিশ্চয়ই স্বস্তি ফিরেছে বার্সেলোনায়।