আগের ম্যাচে লা পামাস। এই ম্যাচে লেগানেস। লা লিগা পয়েন্ট তালিকায় ১৪ ও ১৫ অবস্থানে থাকা দুই দল পরপর দুই ম্যাচে হারিয়ে দিল বার্সেলোনাকে। তাও দলটির ঘরের মাঠে। লেগানেসের কাছে এবার ১-০ গোলের হারে লিগ শীর্ষস্থানে একক আধিপত্যের সুযোগ হারল কাতালানরা।
নিজেদের ইতিহাসে এই প্রথম বার্সেলোনার বিপক্ষে জয়ের স্বাদ পেলো লেগানেস।
ম্যাচের চতুর্থ মিনিটে লেগানেস ডিফেন্ডার সার্জিও গনজালেজ হেড থেকে বার্সেলোনার জালে বল পাঠান। ওই লিড ধরেই ম্যাচ জিতেছে সফরকারীরা। পুরো ম্যাচে চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি গত ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে জিতে ফেরা বার্সা।
চ্যাম্পিয়নস লিগে দারুণ সময় কাটছে বার্সার। ৫ জয় এসেছে ৬ ম্যাচে। কিন্তু লিগে এক মাস যাবত শুধু ব্যর্থতা সঙ্গী। গত ৬ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে কাতালানরা। এই ব্যর্থতায় লিগের শুরুতে এগিয়ে যাওয়ার সুবিধাও হারিয়েছে বার্সেলোনা।
বার্সার ব্যর্থতা ভাগ্য দোষে বলা যায়। রবিবারের ম্যাচে লেগানেসের জোলে ২০ শটের ১৬টি পোস্ট বরাবরে রেখেছিল বার্সা। এর মধ্যে একটি বারে লেগে ফিরেছে। অপর তিনটি লেগানেস গোলরক্ষকের দৃঢ়তায় ফিরে আসে।
রবিবার রাতে নিজেদের ম্যাচে আতলেটিতো মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে গেটাফেকে। এই জয়ে বার্সেলোনার সমান ৩৮ পয়েন্ট দলটির। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট থাকায় বার্সাকে টপকে যাওয়ার সুযোগ বেশ ভালো ভাবেই আছে আতলেটিকোর।
পরের ম্যাচে বার্সেলোনাকে পেছনে ফেলার সুযোগ থাকছে দলটির। মুখোমুখি লড়াইয়ে নামবে দুই দল।
নিজেরা ম্যাচ হারায় রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের দুরত্বটাও বাড়িয়ে নেওয়ার সুযোগ হারালো বার্সা। ৩৭ পয়েন্ট নিয়ে তিনে থাকা মাদ্রিদ বার্সার চেয়ে ১ পয়েন্ট দূরে।