Beta
রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

বদলি নেমে বার্সার ত্রাতা ওলমো-তরেস

olm
[publishpress_authors_box]

‘‘আমরা ভালো খেলিনি কিন্তু স্বস্তির হচ্ছে ম্যাচটা জিতেছি’’-লাস পালমাসকে ২-০ গোলে হারানোর পর বলেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

৭০ শতাংশের বেশি বলের দখল নিয়ে খেলেও গোলের তালা খুলতে পারছিল না বার্সা। শেষ পর্যন্ত বদলি নেমে কাতালানদের ত্রাতা দানি ওলমো ও ফেরান তরেস। ৬২ মিনিটে ওলমো আর ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে অপর গোলটি করেন তরেস। তাতে লা লিগার শীর্ষস্থানটা ধরে রাখল বার্সেলোনা।

আতলেতিকো মাদ্রিদ শীর্ষে পৌঁছেছিল কয়েক ঘণ্টার জন্য। তারা ৩-০ গোলে হারিয়েছিল ভ্যালেন্সিয়াকে। জোড়া গোল করেন আর্জেন্টাইন হুলিও আলভারেস, অপর গোলটি আনহেল কোররেয়ার। তবে বার্সার জয়ে শীর্ষস্থান হাতছাড়া হয়েছে আতলেতিকোর।

২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৫৩। ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল মাদ্রিদ।

নিজেদের মাঠে হেরে গেছে আর্সেনাল।

এদিকে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ওয়েস্ট হামের কাছে ১-০ গোলে হেরে শিরোপা দৌড় থেকে অনেকখানি পিছিয়ে পড়েছে আর্সেনাল। ৪৪ মিনিটে একমাত্র গোলটি করেন জ্যারড বোয়েন। ৭৩ মিনিটে লুইস স্ক্যালি লাল কার্ড দেখলে আর পেরে উঠেনি ১০ জনের আর্সেনাল।

২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৬ ম্যাচে ৬১। এখনই ৮ পয়েন্টে এগিয়ে গিয়েছেন মোহাম্মদ সালাহরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত