বার্সেলোনা উড়ছে। গোলের নেশায় একের পর এক প্রতিপক্ষের জালে বল জড়িয়ে যাচ্ছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দেওয়ার পরের ম্যাচেই আবার গোল উৎসব কাতালানদের। এবার তাদের গোলবন্যায় ডুবল রিয়াল বেতিস। টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে ৫ গোল দিয়েছে হান্সি ফ্লিকের দল। মঞ্চটা এবার কোপা দেল রে।
বুধবার রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বিশাল জয়ে কাতালানরা পৌঁছে গেছে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে। গোল পেয়েছেন পাঁচ খেলোয়াড়। তবে এই ম্যাচে আবারও মুগ্ধতা ছড়িয়েছেন লামিন ইয়ামাল এবং আলাদা নজর কেড়েছেন দানি ওলমো।
সৌদি আরবে রিয়ালের বিপক্ষে যেখানে শেষ করেছিল, বেতিসের বিপক্ষে সেখান থেকে শুরু করেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপে মাদ্রিদের ক্লাবটিকে নিয়ে ছেলেখেলায় মেতেজয় পেয়েছিল ৫-২ গোলে। ওই ম্যাচে একাদশে থাকা রবার্ত লেভানদোভস্কি, আলেহান্দ্রো বালদে ও মার্ক কাসাদোকে বেঞ্চে রেখে বেতিসের বিপক্ষে দল সাজিয়েছিলেন ফ্লিক।
লেভানদোভস্কির জায়গা নিয়েছিলেন ওলমো। অনেক নাটক শেষে নিবন্ধন হওয়া এই অ্যাটাকিং মিডফিল্ডার আক্রমণে গতি বাড়িয়েছেন অনেক। তার পাস থেকেই তৃতীয় মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন গাভি। ওলমোও স্কোরশিটে নাম তুলতে পারতেন, কিন্তু ২০ মিনিটে তার নেওয়া শট ফিরে আসে পোস্টে লেগে।
২৭ মিনিটে ইয়ামালের চমৎকার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুলেস কুন্দে। প্রথমার্ধের গোল ওই দুটি। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তোলেন রাফিনিয়া, ফেরান তোরেস ও ইয়ামাল। ৫৮ মিনিটে প্রতিআক্রমণ থেকে তৃতীয় গোল পায় স্বাগতিকরা। দ্রুতগতিতে বল নিয়ে প্রতিপক্ষের বক্সে গিয়ে শট নিয়েছিলেন ইয়ামাল। যদিও বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে যায় রাফিনিয়ার কাছে। ব্রাজিলিয়ান উইঙ্গারের জাল খুঁজে নিয়ে অসুবিধা হয়নি।
৬৭ মিনিটে ওলমোর পাস থেকে ম্যাচের চতুর্থ গোল করেন ফেরান তোরেস। আর ৭৫ মিনিটে নিজে লক্ষ্যভেদ করেন আগে ২ গোলে সহায়তা করা ইয়ামাল। প্রথমে অফসাইড ধরা হলেও পরে ভিএআরের সাহায্যে গোল পেয়েছেন ১৭ বছর বয়সী উইঙ্গার। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন ভিতর রোকি। তিনিও আবার বার্সেলোনার খেলোয়াড়, ধারে খেলছেন বেতিসে।
বার্সেলোনার গোল উৎসবের রাতে বড় জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। এলচের মাঠ থেকে ফিরেছে ৪-০ গোলের জয় নিয়ে। জোড়া গোল করেছেন আলেক্সান্ডার সোরলথ। একবার করে লক্ষ্যভেদ হুলিয়ান আলভারেস ও রোদ্রিগো রিকেলমের।