Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বার্সেলোনার বড় ধাক্কা, এবার হারাল ইয়ামালকে

yamal-65
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ঘরের মাঠে লেহানেসের কাছে হেরে গেছে বার্সেলোনা। ১-০ গোলে হারের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন লামিন ইয়ামাল। বার্সেলোনা কর্তৃপক্ষ এই ফরোয়ার্ডের চোটের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইয়ামাল। এর অর্থ হলো, আগামী শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হচ্ছে না তার।

এবারের মৌসুমে দারুণ ফর্মে আছে বার্সেলোনা। কয়েক মৌসুমের হতাশা ঝেরে হান্সি ফ্লিকের অধীনে সাফল্যের আভাস দিচ্ছে। কিন্তু হঠাৎই ছন্দপতন কাতালানদের। ঘরের মাঠে লেহানেসের কাছে হেরে বিস্ময়ের জন্ম দিয়েছে তারা। ওই ম্যাচেই ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে ইয়ামালের চোট।

লেহানেস ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়েছেন ইয়ামাল। এরপরও ৭৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি। পরে তার বদলি হয়ে মাঠে নামেন গাভি।

ইয়ামালের অ্যাঙ্কেলের চোট নতুন নয়। একই সমস্যায় তিনি পড়েছিলেন গত ৬ নভেম্বর, রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচে। ওই সময়কার অ্যাঙ্কেলের চোটে তিনি বার্সেলোনার হয়ে তিন ম্যাচ ও স্পেনের হয়ে দুটি ম্যাচ মিস করেছিলেন। চোট কাটিয়ে ইয়ামাল মাঠে ফিরেছেন গত ৩০ নভেম্বর। কয়েকদিনের ব্যবধানে একই সমস্যায় আবারও মাঠে বাইরে ছিটকে গেলেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড।

বার্সেলোনা এক বিবৃতিতে নিশ্চিত করেছে তার চোটের বিষয়টি, “সোমবারের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে অ্যাঙ্কেল লিগামেন্টের চোটে পড়েছেন ইয়ামাল। ধারণা করা হচ্ছে, তিনি তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।”

লেহানেসের বিপক্ষে হারের পর সামনেই বার্সেলোনার মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। শিরোপা লড়াইয়ে তাদের গায়ে গায়ে চলা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সামনের শনিবার নামবে কাতালানরা। এই ম্যাচে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা। এছাড়া কোপা দেল রে’তে চতুর্থ স্তরের দল বারবাস্ত্রো ম্যাচও খেলতে পারবেন না তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত