এমন ম্যাচকে অবিশ্বাস্য বললেও কম বলা হয়। শেষ ওভারে ২৬ রান দরকার কোনও দলের। সেই দল ম্যাচ জিতল ওভারে ৩০ রান তুলে। বৃহস্পতিবার ফরচুন বরিশালের বিপক্ষে চোখ কপালে তোলা এমন কীর্তি গড়েছেন রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান।
রংপুর অধিনায়ক একাই শেষ ওভারে কাইল মায়ার্সের ওভারটিতে ৩০ রান নিয়েছেন। মাত্র ৭ বলে তার সংগ্রহ ৩২। ওভারের ৬ বলের সবকটিতে যথাক্রমে ৬, ৪, ৪, ৬, ৪, ৬ – বাউন্ডারি মেরেছেন তিনি। সোহানের অবিশ্বাস্য ঝড়ো ব্যাটিংয়ে হারতে বসা ম্যাচে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে রংপুর।
ছাক্কা, উইকেট, ছক্কা; অবিশ্বাস্য রোমাঞ্চ ছড়ানো ম্যাচে টি-টোয়েন্টির আসল উত্তাপ পেল সিলেট। ম্যাচ পালাবদলের এমন শ্বাসরুদ্ধকর লড়াই-ই আশা করেন সবাই। ঠিক সেই রকম উত্তেজনা উপহার দিয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।
ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৭ রান তোলে বরিশাল। জবাবে ১৮তম ওভারে ১৫৭ রানে ৪ উইকেটে থাকা রংপুর ৭ উইকেটে ২০২ রান করে ম্যাচ জিতেছে।
অথচ ১৯তম ওভারে তৃতীয় বলে র খুশদিল শাহ (২৪ বলে ৪৮) আর পরের বলে ফিল্ডিংয়ে বাধা প্রদান করায় আউট হতে হয় মেহেদি হাসানকে। জাহানদাদের এর পরের বলটিতে (ওভারের পঞ্চম বল) ক্যাচ আউট হতে হয় মোহাম্মদ সাইফউদ্দিনকে। ৩ উইকেট নিয়ে ওই ওভারেই ম্যাচ জয়ের সুবাশ পায় বরিশাল।
শেষ ওভারে ২৬ রান তোলা তখন ক্রিজে থাকা দুই নতুন ব্যাটার নুরুল হাসান সোহান ও কামরুল ইসলাম রাব্বির জন্য ছিল পাহাড় পাড়ি দেওয়ার মত। বীরের বেশে সেটাই করে দেখালেন সোহান। বিপিএল ইতিহাসের সেরা ক্যামিও উপহার দিয়ে গড়লেন সেরা কামব্যাকের মাইলফলক ।
এবারের আসরের লিগ পর্বের প্রথম মুখোমুখি লড়াইয়ে রংপুর রাইডার্সের কাছে হেরে যায় ফরচুন বরিশাল। মিরপুরে সেই হারের প্রতিশোধ সিলেটে নিল দলটি।
শুরুতে অ্যালেক্স হেলস ও সাইফ হাসানকে ফিরিয়ে ভালো অবস্থান তৈরি করে তামিম ইকবালের দল। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ২১৭ রান করা হেলস প্রথম ওভারেই তানভির ইসলামের বলে স্ট্যাম্পিং হয়েছেন মাত্র ১ রানে। ওদিকে ১৯৯ রানে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাইফ করেছেন ১৯ বলে ২২ রান।
ভরসার দুই ব্যাটারের ব্যর্থতার পর তৌফিক খান তুষার ২৮ বলে ৩৮। ইফতিখার আহমেদ ৩৬ বলে ৪৮ ও খুশদিল শাহ ২৪ বলে ৪৮ রান করে দলকে জয়ের পথে রাখেন।
টি-টোয়েন্টিতে তামিমের ৮ হাজারের দিনে বরিশালের বড় সংগ্রহ
ব্যাটিংয়ে বাংলাদেশের অনেক রেকর্ডই নিজের দখলে রেখেছেন তামিম ইকবাল। সেই তালিকায় বৃহস্পতিবার যোগ হলো আরেক মাইলফলক। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজার রান করলেন তামিম।
বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৭৯৯১ রান নিয়ে খেলতে নেমেছিলেন বাংলাদেশ ওপেনার। ৩৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪০ রান করার পথে ৮ হাজার ছুঁয়েছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৪ তম ব্যাটার হিসেবে এই কীর্তি বাংলাদেশ ওপেনারের। ৮ হাজারে পা রাখতে তামিমের লাগলো ২৭১ ইনিংস। দ্রুততম হিসেবে ৮ হাজারি ক্লাবের ৩৪ ব্যাটারের মধ্যে তামিমের অবস্থান ৮ নাম্বারে।
এশিয়ান ব্যাটারদের মধ্যে তামিমের চেয়ে দ্রুত ৮ হাজার স্পর্শ করেছেন বাবর আজম (২১৮), ভিরাট কোহলি (২৪৩) আর মোহাম্মদ রিজওয়ান (২৪৪) ইনিংসে।
তামিমের কীর্তির দিনে রংপুর রাইডার্সকে ভালো লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ফরচুন বরিশাল। কাইল মায়ার্সের ঝড়ো ফিফটিতে বরিশালের সংগ্রহ ৫ উইকেটে ১৯৭। মায়ার্স ২৯ বলে ৭ ছক্কা ও ১ চারে অপরাজিত ছিলেন ৬১ রানে।
নাজমুল হোসেন শান্ত ৩৪০ বলে ৪১ রান করে তামিমের ঙ্গে ৮১ রানের উদ্বোধনী জুটি গড়েছেন। এছাড়া তাওহিদ হৃদয় ১৮ বলে ২৩ ও ফাহিম আশরাফ মাত্র ৬ বলে ২ ছক্কা ও ১ চারে ২০ রান করে বরিশালকে দুইশোর কাছে নিয়ে যান।
হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ রংপুরের
এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। আসরে পারফরম্যান্সে শক্তিশালি রংপুর রাইডার্স। ওদিকে তারকায় ভারি ফরচুর বরিশাল। মুখোমুখি হওয়া প্রথম লড়াইয়ে তারকায় ভারি বরিশালকে হারিয়ে দিয়েছিল রংপুর।
সেই হারের প্রতিশোধ নেওয়ার উপলক্ষ্য এসেছে বরিশালের সামনে। সিলেটে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। গ্লোবাল সুপার লিগ জয়ের আত্মবিশ্বাসে দুর্বার গতিতে এগিয়ে চলা রংপুর দারুণ পারফরম্যান্সে পয়েন্ট তালিকার শীর্ষে।
অ্যালেক্স হেলস, নাহিদ রানা ও সাইফ হাসানদের পারফরম্যান্সে এখন পর্যন্ত হারের মুখ দেখতে হয়নি দলটিকে। ওদিকে দলগত পারফরম্যান্সে রংপুরের কাছে হার ভুলে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তামিম ইকবালের বরিশাল।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহিদ শাহ আফ্রিদি, তানভীর ইসলাম, জাহানদাদ খান।
রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান (অধিনায়ক), মেহেদি হাসান, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, তৌফিক খান তুষার, কামরুল ইসলাম রাব্বি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস, আকিফ জাভেদ।